meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়ার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Followers

মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়ার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

<strong>লখনউ</strong>: দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে না। এ বিষয়ে আশঙ্কার কোনও কারণ নেই। সম্প্রতি বাম বুদ্ধিজীবীদের গ্রেফতার নিয়ে দেশজোড়া বিতর্ক প্রসঙ্গে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লখনউয়ে এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, প্রেশার কুকার চেপে রাখার চেষ্টা করা হচ্ছে না। গণতন্ত্রে সবারই কথা বলা, যা খুশি করার অধিকার আছে। তবে কাউকে দেশ অশান্ত করা বা হিংসা তৈরি করতে দেওয়া যাবে না।’ গ্রেফতার হওয়া পাঁচ বাম বুদ্ধিজীবীকে গ্রেফতার করার বদলে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, ‘গণতন্ত্রে বিরোধিতা হল সেফটি ভালভ। সেফটি ভালভ চেপে রাখলে প্রেশার কুকার ফেটে যাবে।’ এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের সরকার গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার বিষয়ে দায়বদ্ধ। যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের ২০১২-র রেকর্ড দেখুন। তাঁদের মধ্যে অনেকেই গ্রেফতার হন এবং একই অভিযোগ উঠেছিল। এখন মাওবাদীরা কৌশল বদলে শহরাঞ্চলের মানুষের মধ্যে নিজেদের আদর্শ প্রচার করতে চাইছে। তারা শহরাঞ্চলে হিংসা চায়। আমি গোয়েন্দা সূত্রে এই খবর পেয়েছি। মতাদর্শের নামে হিংসা ছড়ানো, দেশকে অশান্ত করা ও টুকরো করার চক্রান্তের চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না।’

from home https://ift.tt/2N73Vvr

No comments:

Post a Comment

Please let me know