নয়াদিল্লি: মাওবাদী যোগসাজশের সন্দেহে ৫ বামপন্থী বিদ্বজ্জনকে গ্রেফতার করা বিরুদ্ধ মতামত দমন করার চেষ্টা বলে অভিমত জানিয়ে মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করলেন পি চিদম্বরম। শনিবার সাংবাদিক সম্মেলনে ইউপিএ জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা বলেন, একটি স্বাধীন, উদার দেশে চরম বাম মতামতে বিশ্বাস করতে পারেন কেউ, কেউ বা দক্ষিণপন্থী মতামতও পোষণ করতে পারেন। স্বাধীনতার মূল্য, গুরুত্ব সেখানেই। একমাত্র যখন কেউ হিংসায় মদত বা উসকানি দেন বা তাকে সঠিক বলে যুক্তি দেখিয়ে সওয়াল করেন, তখনই সেটা অপরাধ, অন্যায়। যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁরা মানবাধিকার, নাগরিক অধিকার কর্মী, আইনজীবী, লেখক, কবি। তাঁরা চরম বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচকদের মুখ বন্ধ করতেই বাম বিদ্বজ্জনের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হল বলে দাবি করেন চিদম্বরম। বলেন, ওঁদের গ্রেফতারি জনজীবনের বড় সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা বলে মনে হয়। বিরুদ্ধ মত দমন করে সরকারের নিন্দুক, সমালোচকদের ভীত, সন্ত্রস্ত করার এই চেষ্টার নিন্দা করছি আমরা। আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করে ওঁদের কিছুটা হলেও রেহাই দেওয়ায় আমরা খুশি। গত ২৮ আগস্ট পুণে পুলিশ বেশ কয়েকটি রাজ্যে হানা দিয়ে পাঁচ বামপন্থী সমাজকর্মীকে মাওবাদী সংশ্রব রাখার অভিযোগে গ্রেফতার করে। আলোড়ন ওঠে সারা দেশে। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ওঁদের জেলে পোরা যাবে না, ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওঁদের বাড়িতই নজরবন্দি রাখতে হবে।
from home https://ift.tt/2LMTqsK
No comments:
Post a Comment
Please let me know