আগরতলা: পার্টিতে দুর্নীতি, গোষ্ঠীবাজী, অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ তুলে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ত্রিপুরার প্রাক্তন সিপিএম বিধায়ক বিশ্বজিৎ দত্ত। খোয়াইয়ে এক অনুষ্ঠানে ৬৮ বছরের এই প্রাক্তন বাম নেতাকে বিজেপিতে স্বাগত জানান দলের জাতীয় সম্পাদক তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল দেওধর। ১৯৬৪ থেকে সিপিএমে থাকা বিশ্বজিৎ দত্ত ওই দলের ‘সবচেয়ে সত্ নেতাদের’ অন্যতম, বলেন তিনি। গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে ‘ফৌজদারি চক্রান্তে’র জাল ছড়ানো হয়, তিনি ‘হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন’, আরেক বাম প্রার্থীকে তাঁর বদলে প্রার্থী করা হয় বলে দাবি করেন বিশ্বজিৎবাবু। প্রসঙ্গত, ত্রিপুরা বামফ্রন্ট সর্বসম্মতিক্রমে বিধানসভা ভোটের আগে তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে। কিন্তু পরে তাঁকে সরিয়ে প্রার্থী করা হয় এসএফআই নেতা নির্মল বিশ্বাসকে। বিশ্বজিৎবাবুর দাবি, আমার বিরুদ্ধে ভয়ঙ্কর, ফৌজদারি ষড়যন্ত্র করে পার্টির একাংশ। ভোটগ্রহণের প্রাক্কালে আমাকে জোর করে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করা হয় যাতে ভোটে লড়তে না পারি। গোটাটাই ছিল মিথ্যা, সাজানো নাটক। আমি অসুস্থ বলে প্রচার করা হয় যাতে বাম প্রার্থী বলে দাবি করতে পারি। পুরো চক্রান্তে সমর্থন ছিল সিপিএম রাজ্য কমিটির। গত ১৮ এপ্রিলই সিপিএমে সব পদ থেকে ইস্তফা দেন তিনি। বিশ্বজিৎ দত্তের তোলা অভিযোগের জবাবে রাজ্য সিপিএম নেতা তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার পবিত্র কর বলেছেন, সবাই জানেন, বিশ্বজিৎ দত্ত অসুস্থ ছিলেন এবং তাঁর অবস্থার অবনতি হয়ে পড়েছিল। কী করে একজন অসুস্থ লোককে ভোটে প্রার্থী করা যায়?
from home https://ift.tt/2C9q7Rm
No comments:
Post a Comment
Please let me know