তিরুঅনন্তপুরম: বন্যাবিধ্বস্ত কেরলে ত্রাণ, উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে জখম মৎস্যজীবীকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাথনামথিট্টা জেলায় সবচেয়ে বেহাল অবস্থা পান্ডানাড় অঞ্চলের। সেখানকার একটি জায়গায় বন্যাকবলিতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরানোর অভিযানে ছিলেন রত্ন কুমার নামে ওই মৎস্যজীবী। বর্তমানে তাঁর চিকিত্সা চলছে কোচির এক হাসপাতালে। সেখানেই মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে বিস্মিত হয়ে যান তিনি। মুখ্যমন্ত্রী তাঁর শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করেন। পরে ট্যুইট করেও জানান, রত্ন কুমারকে সম্ভাব্য সবরকমের সহায়তা দেবে রাজ্য সরকার। গত ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ কেরলের এবারের বন্যায় অনেক মৎস্যজীবী উদ্ধারকার্য্যে সামিল হন।
from home https://ift.tt/2BNq4dJ
No comments:
Post a Comment
Please let me know