নয়াদিল্লি: প্রধানমন্ত্রী পদের দৌড়ে তিনি নেই, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনের পরই। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ব্যাপারে লন্ডনে বললেন রাহুল গাঁধী। কোনও বিশেষ পদ নয়, শুধু দেশকে বাঁচানোই তাঁর লক্ষ্য বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি। কয়েক মাস আগে কর্নাটক বিধানসভা ভোটের প্রচারে সাংবাদিক সম্মেলনে রাহুলকে বলতে শোনা গিয়েছিল, কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি প্রধানমন্ত্রী হবেন, এ নিয়ে তাঁকে বিদ্রূপ শুনতে হয়। এবার এ নিয়ে সুর বদল তাঁর। গতকাল লন্ডন স্কুল অব ইকনমিক্সে রাহুল ন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড অ্যালুমনি ইউনিয়ন (ব্রিটেন) এর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় রাহুল বলেন, ভারতে পরবর্তী নির্বাচন হবে একেবারে সামনাসামনি। একদিকে থাকবে বিজেপি, উল্টোদিকে প্রতিটি বিরোধী দল। এর কারণ, এই প্রথম ভারতের প্রতিষ্ঠানগুলি আজ আক্রান্ত। ভারতের সংবিধান ও ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে হামলার হাত থেকে রক্ষা করতে হচ্ছে আমাদের। এটা ভারত রাষ্ট্রকে রক্ষারই সামিল বলে মনে করি আমি ও গোটা বিরোধী শিবির।
from home https://ift.tt/2P9QgRV
No comments:
Post a Comment
Please let me know