মুজফফরপুর (বিহার): বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি, মানমর্যাদা নষ্ট করার অভিযোগে রাহুল গাঁধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চেয়ে মুজফফরপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হরি প্রসাদের আদালতে আবেদন সুধীর কুমার ওঝা নামে জনৈক আইনজীবীর। আদালত ৪ সেপ্টেম্বর শুনানির দিন স্থির করেছে। ওঝার দাবি, রাহুল সন্ত্রাসবাদকে স্বীকৃতি দিয়েছেন, বেকারি বেড়ে যাওয়ার জন্যই ইসলামিক স্টেট(আইএস)-এর উত্থান হচ্ছে বলে ব্যাখ্যা দিয়েছেন, ভারতের বেকারির সঙ্গে তার তুলনা টেনেছেন, যা দেশের অপমান। জার্মানি ও ব্রিটেন সফরে রাহুল ক্রমবর্ধমান বেকারির জেরে ভারতে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে বলে দাবি করেছেন বলেও অভিযোগনামায় বলেছেন ওঝা। এও বলেছেন, মহিলাদের ওপর হিংসা বৃদ্ধির জন্য ভারতের সংস্কৃতি দায়ী বলেও অভিমত জানিয়েছেন রাহুল। কংগ্রেস সভাপতি বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের ইমেজ নষ্ট করেছেন, খাটো করেছেন, উদ্দেশ্য নিয়েই দেশে উত্তেজনা তৈরি করতে এ ধরনের কথাবার্তা বলেছেন এবং তার ফলে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে। শীর্ষ কংগ্রেস নেতার মন্তব্যে তিনি আহত বোধ করছেন। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি (জাতীয় সংহতির পরিপন্থী মন্তব্য, মতামত), ৫০০ (মানহানি), ৫০৪ (শান্তিভঙ্গে প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যে অপমান) সহ একাধিক ধারায় রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন ওঝা। দোষী সাব্যস্ত হলে ন্যূনতম ২-৩ বছর কারাবাস ও জরিমানার বিধি রয়েছে।
from home https://ift.tt/2P2NhKO
No comments:
Post a Comment
Please let me know