বেঙ্গালুরু: উসমান খাজার শতরানকে ছাপিয়ে গেল নবাগত মহম্মদ সিরাজের বোলিং। হায়দরাবাদের পেসার সিরাজ ৫৯ রানে ৮ উইকেট ঝুলিতে পুরে অস্ট্রেলিয়া এ দলের ইনিংস শেষ করে দিলেন ২৪৩ রানে। সফরকারী দলটি ৭৮ রানে তাদের প্রথম উইকেট খোয়ায়। কিন্তু তারপরই শুরু হয় বল হাতে সিরাজের দাপট। একটি স্পেলে চারটি উইকেট তুলে নিয়ে তিনি অস্ট্রেলিয়া এ দলের ব্যাটিংয়ে ধস নামান। এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স এটাই। সিরাজের শিকার হয়েছেন মাইকেল মার্শ (০) ও খাজার মতো টেস্ট ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া এ দলের চার ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি। ক্রিস ট্রেমেইন, ব্রেনডেন ডগেট, পিটার হ্যান্ডসকোম্ব, মাইকেল নেসার। ভারতীয় দলের বাকি উইকেট সংগ্রহকারী বোলার হলেন কুলদীপ যাদব। ৬৩ রানে ২টি উইকেট পেয়েছেন তিনি। ইনিংসের সূচনা করে খাজা ১২৭ রান করেন ২০টি বাউন্ডারি মেরে। শেষ আউট হন তিনিই। পঞ্চম উইকেটে খাজা ১১৪ রানের পার্টনারশিপ করেন মারনাস লাবুসচাগনের সঙ্গে, যিনি ১১টি চারের সাহায্যে ৬০ রান করেন। জবাবে ভারতীয় এ দলে বিনা উইকেটে ৪১ রান তুলেছে। ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৩১ ও রবিকুমার সামর্থ ১০ রানে নট আউট রয়েছেন।
from home https://ift.tt/2PuE0vd
No comments:
Post a Comment
Please let me know