meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: সিপিআইয়ের হয়ে বিহারের বেগুসরাই থেকে আগামী লোকসভা ভোটে লড়বেন কানহাইয়া কুমার

Followers

সিপিআইয়ের হয়ে বিহারের বেগুসরাই থেকে আগামী লোকসভা ভোটে লড়বেন কানহাইয়া কুমার

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন বা জেএনইউএসইউ-এর প্রাক্তন অধ্যক্ষ কানহাইয়া কুমার বিহারের বেগুসরাই থেকে আগামী বছরের লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লড়বেন সিপিআইয়ের টিকিটে। মহাজোটবন্ধনের আরজেডি, কংগ্রেস, জিতনরাম মাঝির দল ও এনসিপি সমর্থন করবে তাঁকে। সিপিআই রাজ্য সচিব সত্যনারায়ণ সিংহ জানিয়েছেন, তাঁর দল  সহ সবকটি বাম দল চায় যে কানহাইয়া কুমার বেগুসরাই থেকে আগামী লোকসভা ভোটে দাঁড়ান। আরজেডি, কংগ্রেসও সমর্থন করেছে এই দাবি। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে আগে যখন এ নিয়ে কথা হয়, তখন তিনি কানহাইয়ার জন্য একটি আসন ছেড়ে দিতে রাজি হন বলে সত্যনারায়ণ দাবি করেছেন। আগামী লোকসভা ভোটে বিহারে ৬টি আসনে প্রার্থী দেবে সিপিআই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তারা প্রার্থী দিতে চায় যে আসনগুলিতে, সেগুলি হল বেগুসরাই, মধুবনী, মোতিহারি, খাগড়িয়া, গয়া ও বাঁকা। কানহাইয়া বেগুসরাই থেকে ভোটে লড়তে রাজি বলে সত্যনারায়য়ণ জানিয়েছেন। ‘দেশবিরোধী’ বিতর্কে খবরের শিরোনামে কানহাইয়া কুমার বিহারেরই বাসিন্দা। বারাউনির বিহট পঞ্চায়েত এলাকায় বাড়ি তাঁর। এক সময় বামপন্থীদের দুর্গ বেগুসরাইয়ে এখন ফুট ফুটিয়েছে পদ্ম, এখানকার সাংসদ বিজেপির ভোলা সিংহ। ২০১৪-র লোকসভা ভোটে আরজেডি দ্বিতীয় হয়, সিপিআই জেডিইউয়ের সমর্থন পেয়েও তৃতীয় স্থান দখল করে।  

from home https://ift.tt/2oAZb3s

No comments:

Post a Comment

Please let me know