meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: চতুর্থ টেস্টে ৬০ রানে জয় ইংল্যান্ডের, সিরিজ খোয়াল ভারত

Followers

চতুর্থ টেস্টে ৬০ রানে জয় ইংল্যান্ডের, সিরিজ খোয়াল ভারত

<strong>সাউদাম্পটন</strong>: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট জিতে সমতা ফেরানোর বদলে হেরে গেল ভারতীয় দল। ফলে সিরিজ খুইয়ে বসলেন বিরাট কোহলিরা। ৬০ রানে সাউদাম্পটন টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গেল ইংল্যান্ড। সিরিজের ফল এখন জো রুটের দলের পক্ষে ৩-১। আজ ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ২৭১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। মহম্মদ শামি ৫৭ রান দিয়ে ৪ উইকেট নেন। ফলে জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল ২৪৫ রান। তবে শুরুতেই তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারতীয় দল। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৩ উইকেটে ৪৬। ফিরে যান লোকেশ রাহুল (০), শিখর ধবন (১৭) ও চেতেশ্বর পূজারা (৫)। রাহুলকে বোল্ড করে দেন স্টুয়ার্ট ব্রড। বাকি দু’টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন। এরপর লড়াই শুরু করেন অধিনায়ক বিরাট কোহলি (৫৮) ও অজিঙ্কা রাহানে (৫১)। ৫৮ রান করে মইন আলির বলে অ্যালেস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে বিরাট ফিরে গেলেও, লড়াই চালিয়ে যাচ্ছিলেন রাহানে। চা পানের বিরতিতে ভারতীয় দলের রান ছিল ৪ উইকেটে ১২৬। কিন্তু রাহানেকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। হার্দিক পাণ্ড্য কোনও রান না করেই বেন স্টোকসের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ঋষভ পন্থ শুরুটা ভাল করলেও, শেষপর্যন্ত ১২ বলে ১৮ রান করে মইনের শিকার হন। ইশান্ত শর্মাও কোনও রান না করেই স্টোকসের বলে আউট হয়ে যান। শামি ৮ রান করেন।  রবিচন্দ্রন অশ্বিন (২৫) লড়াই করেন। তাঁকে ফেরান স্যাম কুরান।

from home https://ift.tt/2wzLDte

No comments:

Post a Comment

Please let me know