meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: বিদেশে গিয়ে ত্রাণ ভিক্ষা করে রাজ্যবাসীকে অপমান করবেন না, কেরল সরকারকে কংগ্রেস

Followers

বিদেশে গিয়ে ত্রাণ ভিক্ষা করে রাজ্যবাসীকে অপমান করবেন না, কেরল সরকারকে কংগ্রেস

<strong>তিরুঅনন্তপুরম</strong>: কেরলের সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ সরকারের বিদেশে মন্ত্রীদের পাঠিয়ে ত্রাণ সংগ্রহের পরিকল্পনার তীব্র বিরোধিতা করল কংগ্রেস। এই ইস্যুতে কেরল সরকারকে আক্রমণ করে কংগ্রেস নেতা কে ভি টমাস বলেছেন, ‘ভিক্ষার বাটি নিয়ে বিদেশে গিয়ে ত্রাণ চেয়ে রাজ্যের মানুষকে অপমান করা উচিত নয় সরকারের। মুখ্যমন্ত্রীর (পিনারাই বিজয়ন) কাছে আমার আর্জি, মন্ত্রী ও আধিকারিকদের ভিক্ষার বাটি নিয়ে বিদেশে পাঠাবেন না। যে ভারতীয় ও কেরলের লোকজন বিদেশে মর্যাদা নিয়ে আছেন, তাঁদের অপমান করবেন না।’ কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি এম এম হাসানও মন্ত্রীদের ত্রাণ সংগ্রহের লক্ষ্যে বিদেশে পাঠানোর বিরোধিতা করেছেন। তাঁর মতে, এর ফলে বন্যাবিধ্বস্ত জেলাগুলিতে পুনর্গঠনের প্রক্রিয়া ব্যাহত হবে। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডিও বলেছেন, ‘এটা মন্ত্রীদের বিদেশ সফরের সময় নয়। তাঁদের জেলাগুলিতে গিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার দায়িত্ব নেওয়া উচিত।’ গত সপ্তাহে কেরলের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশে থাকা কেরলের লোকজন এবং দেশের প্রধান শহরগুলি থেকে আর্থিক সাহায্য চাওয়া হবে। বিদেশ থেকে ত্রাণ সংগ্রহের জন্য মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই বিরোধিতায় সরব রাজ্যের বিরোধী দল কংগ্রেস।

from home https://ift.tt/2Ccs1AT

No comments:

Post a Comment

Please let me know