নয়াদিল্লি: ফের নয়া বিতর্কে রাহুল গাঁধী। নেপালের সংবাদমাধ্যমের দাবি, মানস সরবোর যাওয়ার পথে কাঠমান্ডুর এক রেস্তোঁয়ায় খেতে এসে আমিষ খাবারের অর্ডার দেন তিনি। যদিও রেস্তোঁরা কর্তৃপক্ষের বক্তব্য, এই দাবি মিথ্যে। কংগ্রেস বলছে, রাহুলের যাত্রা বিঘ্নিত করার আর এক চেষ্টা ছাড়া এ কিছু নয়। <code><iframe src="https://ift.tt/2N9QpaF" width="500" height="613" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe></code> রেস্তোঁরার ওয়েটার বলেন, ৩১ অগাস্ট ওখানে খেতে এসে রাহুল আমিষ খাবার অর্ডার দেন। তিনি চেয়েছিলেন চিকেন মোমো, চিকেন কুড়কুড়ে ও বন্ডেল ডিশ নামে একটি খাবার। এবিপি আনন্দকেও একই কথা বলেন তিনি। এরপর শুরু হয় প্রবল বিতর্ক, অভিযোগ ওঠে, মানস সরোবর যাত্রার সময় আমিষ খেয়ে রাহুল হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। যদিও রেস্তোঁরা কর্তৃপক্ষ ফেসবুকে বিবৃতি দেয়, রাহুল ওদিন কয়েকজনকে নিয়ে তাদের রেস্তোঁরায় এসেছিলেন ঠিকই থবে তিনি ননভেজ খেয়েছেন বলে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যে, পুরোপুরি নিরামিষ খাবার খান তিনি। <code><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/2Pu9jq2" width="500" height="231" frameborder="0" scrolling="no"></iframe></code> এমনিতেই রাহুলের মানস সরোবর যাত্রা নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে। তারপরেও দলীয় সভাপতি এ ধরনের নয়া বিতর্কে পড়ায় অসন্তুষ্ট কংগ্রেস। তারা বলেছে, গোটা ঘটনা ঈশ্বরের সঙ্গে শয়তানদের যুদ্ধ। তাদের বক্তব্য, হোটেলই যখন বলছে, রাহুল নিরামিষ খেয়েছেন, তখন এ ধরনের কানাকানি সম্পূর্ণ ভিত্তিহীন। এটা বিজেপির অ্যাজেন্ডা, তারা রাহুলের যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চায়।
from home https://ift.tt/2Q3Vsbh
No comments:
Post a Comment
Please let me know