meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ভারতীয় গানে লিপ দেওয়ায় মহিলা কর্মীর ২ বছরের ইনক্রিমেন্ট, অন্যান্য সুযোগসুবিধা বন্ধ রাখছে পাকিস্তানি বিমানবন্দর নিরাপত্তাবাহিনী

Followers

ভারতীয় গানে লিপ দেওয়ায় মহিলা কর্মীর ২ বছরের ইনক্রিমেন্ট, অন্যান্য সুযোগসুবিধা বন্ধ রাখছে পাকিস্তানি বিমানবন্দর নিরাপত্তাবাহিনী

লাহোর: পাকিস্তানের পতাকার ছবি দেওয়া টুপি পরার সময় একটি ভারতীয় গানে লিপ দেওয়ায় আচরণবিধি ভাঙার দায়ে পাক বিমানবন্দর নিরাপত্তাবাহিনী তাদের এক মহিলা কর্মীকে শাস্তি দিল। ২৫ বছর বয়সি ওই মহিলা নিরাপত্তাকর্মীর ২ বছর বেতনবৃদ্ধি হবে না, অন্যান্য সুযোগসুবিধাও পাবেন না তিনি। ভবিষ্যতে অন্য কোনও অন্যায়, অপরাধে জড়িত প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিমানবন্দর নিরাপত্তাবাহিনী কর্তৃপক্ষ। সোস্যাল মিডিয়ায় ওই পাক মহিলার জাতীয় পতাকার ছবি লাগানো টুপি পরার সময় একটি ভারতীয় গানে ঠোঁট মেলানোর ভিডিও ভাইরাল হওয়ায় তদন্তেরও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ২ বছর ধরে শিয়ালকোট বিমানবন্দরে কাজ করছেন তিনি। পাকিস্তানের চ্যানেলগুলিও তাঁর ভারতীয় গানে ঠোঁট মেলানোর দৃশ্য সম্প্রচার করে নিন্দা করেছে। এতে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। তারা সব কর্মীদেরই সতর্ক করে বলেছে, সোস্যাল মিডিয়ায় কোনওরকম বিতর্কিত কাজকর্ম করবেন না। গত মাসেও একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়ায় যাতে দেখা যায়, এক পোলিশ যুবতী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ)বিমানের ভিতরে নাচানাচি করে পাকিস্তানের স্বাধীনতা দিবস সেলিব্রেট করছেন। ইভা জু বেক নামে ওই মহিলা গায়ে পাকিস্তানের পতাকা জড়িয়ে নিয়ে কিকি চ্যালেঞ্জে সামিল হন। পাক দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তদন্তের নির্দেশ দেয়।

from home https://ift.tt/2oEgmBm

No comments:

Post a Comment

Please let me know