কোচি: পথ দুর্ঘটনায় গুরুতর জখম কেরলের সেই মেয়ে হানান হামিদ, যাঁকে সোস্যাল মিডিয়ায় নির্মম ভাবে ট্রোল করা হয়েছিল তিনি মাছ বিক্রি করে পড়াশোনার খরচ চালান, সংসারকে টানেন, এটা জানাজানি হওয়ার পর। তাঁর জীবন সংগ্রামের অসাধারণ কাহিনি সংবাদপত্রে বেরনোর পর সোস্যাল মিডিয়ায় তাঁকে যেমন বাহবা দেন অনেকে, তেমনই আরেক অংশ তা ‘মিথ্যা’ বলে কটাক্ষ করেন, সংশয় প্রকাশ করেন তার সত্যতা সম্পর্কে। সম্প্রতি কেরলের বন্যাত্রাণেও নিজের সঞ্চয় থেকে মুখ্যমন্ত্রীর তহবিলে দেড় লক্ষ টাকা দেন তিনি। আজ সকালে ২১ বছর বয়সি ইডুক্কি জেলার বেসরকারি কলেজের এই বিএসসি পড়ুয়া একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। কোদুনগাল্লুরের কাছে কোথাপারাম্বুতে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে তাঁর গাড়িটি। গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় হানানকে। তাঁর মেরুদণ্ডে চোট লেগেছে বলে শোনা যাচ্ছে। ডাক্তাররা তাঁর এমআরআই স্ক্যানের পরামর্শ দিয়েছেন।
from home https://ift.tt/2LSWaon
No comments:
Post a Comment
Please let me know