কুয়ালালামপুর: শরিয়তে নিষেধাজ্ঞা রয়েছে সমকামী যৌন সম্পর্কে। কিন্তু তার তোয়াক্কা না করে যৌন সম্পর্কে জড়ানোর দায়ে মুসলিম সংখ্যাগুরু দেশ মালয়েশিয়ায় বেত্রাঘাত করা হল ২ জন মহিলাকে। দুজনের বয়স ২২ ও ৩২। গত এপ্রিলে দেশের উত্তর ভাগের তেরেঙ্গগানু প্রদেশে প্রকাশ্যে একটি গাড়ির ভিতরে তাঁদের আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে গ্রেফতার করেন ইসলামি এনফোর্সমেন্ট অফিসাররা। মালয়েশিয়ার সবচেয়ে রক্ষণশীল অঞ্চলগুলির মধ্যে পড়ে তেরেঙ্গগানু। দুই মহিলাকে গত মাসে ইসলামি আইন ভাঙায় দোষী সাব্যস্ত করে ৮০০ মার্কিন ডলার জরিমানার পাশাপাশি ৬ বার বেতের ঘা দেওয়ার সাজা ঘোষণা করা হয়। সেইমতো তাঁদের কুয়ালা তেরেঙ্গগানুতে শরিয়ত হাইকোর্টে বেত্রাঘাত করা হয়। এই সাজাকে ‘অন্যায়’, ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলি। তারা বলেছে, এই প্রথম সমকামী সম্পর্ক নিষিদ্ধ ঘোষণা করা শরিয়তি বিধি ভাঙায় মহিলাদের বেত্রাঘাত করা হল। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মালয়েশিয়া শাখার প্রধান বলেছেন, মালয়েশিয়ার অবশ্যই বেত্রাঘাতের ব্যবহারে ইতি টেনে যেসব আইনে এ ধরনের অত্যাচার, যন্ত্রনাদায়ক সাজা অনুমোদন করা হয়েছে, সেগুলি বাতিল করা উচিত। একটি রূপান্তরকামী গোষ্ঠীর তরফে বলা হয়েছে, বেত মারার সাজা কার্যকর হওয়ায় সমকামীদের প্রতি হিংসাত্মক আচরণে উত্সাহ দেওয়া হবে। মালয়েশিয়ায় দ্বিস্তরীয় আইনি ব্যবস্থা আছে যাতে ইসলামি আদালতে মুসলিম নাগরিকদের ধর্মীয়, পারিবারিক বিষয়গুলির পাশাপাশি ব্যাভিচারের বিচারও হয়। দেশের ইসলামি বিষয়সংক্রান্ত মন্ত্রী সম্প্রতি সমকামীদের বিরুদ্ধে মুখ খুলে একটি প্রদর্শনী থেকে সমকামী আন্দোলনের সমর্থক-কর্মীদের ছবি সরানোর নির্দেশ দেন। নেগেরি সেমবিলান প্রদেশে নৃশংস হামলা চলে এর রূপান্তরকামী মহিলার ওপরও।
from home https://ift.tt/2Q0TCHZ
No comments:
Post a Comment
Please let me know