meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: মাঝেরহাট উড়ালপুল-বিপর্যয়ে একাধিক রুটে বদল, দেখে নেওয়া যাক এক নজরে

Followers

মাঝেরহাট উড়ালপুল-বিপর্যয়ে একাধিক রুটে বদল, দেখে নেওয়া যাক এক নজরে

মাঝেরহাট উড়ালপুল-বিপর্যয়ে একাধিক রুটে বদল। ডায়মন্ডহারবার রোড ধরে বেহালাগামী গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর ক্রসিং হয়ে সিজিআর রোড, হাইড রোড, ব্রেসব্রিজ-তারাতলা রোড ধরে তারাতলা ক্রসিং থেকে দক্ষিণে যাবে। অন্যদিকে, ডায়মন্ডহারবার রোড ধরে উত্তরমুখী গাড়ি তারাতলা ক্রসিং থেকে তারাতলা রোড, ব্রেসব্রিজ, হাইড রোড, সিজিআর রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাবে। এদিকে, আলিপুর রোড ধরে বেহালাগামী গাড়ি লালবাতি ক্রসিং, বর্ধমান রোড, আর্টগ্রেড রোড হয়ে রিমাউন্ট রোড অথবা স্ট্যান্ডেল রোড হয়ে ডায়মন্ডহারবার রোড ধরে গার্ডেনরিচ উড়ালপুল বা রিমাউন্ট রোড ধরবে। বজবজ থেকে কলকাতাগামী গাড়িগুলিকে জিঞ্জিরাবাজার ক্রসিং হয়ে তারাতলা রোড, ব্রুকলিন রোড হয়ে গার্ডেনরিচ উড়ালপুল-রিমাউন্ট রোড হয়ে যেতে হবে ডায়মন্ডহারবার রোডে। উড়ালপুল-বিপর্যয়ে রুট বদল করা হয়েছে এন আর অ্যাভিনিউয়েরও। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি বন্ধ সিজিআর রোড, তারাতলা রোড, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, ডিপিএস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, এনএসসি বোস রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড ও ডায়মন্ডহারবার রোড। উড়ালপুল-বিপর্যয়ের জেরে ট্রাম চলাচল বন্ধ সিজিআর রোড, ডায়মন্ডহারবার রোড এবং জাজেস কোর্ট রোডে।

from home https://ift.tt/2M3eF9B

No comments:

Post a Comment

Please let me know