কলকাতা: মাঝেরহাট উড়ালপুল কাণ্ডে ঘটনাস্থল থেকে আরও একটি দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, দেহটি মেট্রো প্রকল্পের নিখোঁজ শ্রমিক গৌতম মণ্ডলের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। উদ্ধার হওয়া দেহটি এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কিনা জানতে জারি রয়েছে উদ্ধারকাজ। <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/09/06083617/majherhat-still-death-gautam-4.jpg"><img class="alignnone size-medium wp-image-511530" src="https://ift.tt/2PB69AM" alt="" width="300" height="225" /></a> <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/09/06083633/majherhat-still-1.jpg"><img class="alignnone size-medium wp-image-511531" src="https://ift.tt/2oQNHJr" alt="" width="300" height="225" /></a> <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/09/06083711/majherhat-still-2.jpg"><img class="alignnone size-medium wp-image-511532" src="https://ift.tt/2NR9FH0" alt="" width="300" height="225" /></a> মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার জেরে একাধিক রুটে বদল আনা হয়েছে। ডায়মন্ডহারবার রোড ধরে বেহালাগামী গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর ক্রসিং হয়ে সিজিআর রোড, হাইড রোড, ব্রেসব্রিজ-তারাতলা রোড ধরে তারাতলা ক্রসিং থেকে দক্ষিণে যাবে। ডায়মন্ডহারবার রোড ধরে উত্তরমুখী গাড়ি তারাতলা ক্রসিং থেকে তারাতলা রোড, ব্রেসব্রিজ, হাইড রোড, সিজিআর রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাবে। আলিপুর রোড ধরে বেহালাগামী গাড়ি লালবাতি ক্রসিং, বর্ধমান রোড, আর্টগ্রেড রোড হয়ে রিমাউন্ট রোড অথবা স্ট্যান্ডেল রোড হয়ে ডায়মন্ডহারবার রোড ধরে গার্ডেনরিচ উড়ালপুল বা রিমাউন্ট রোড ধরবে। বজবজ থেকে কলকাতাগামী গাড়িগুলিকে জিঞ্জিরাবাজার ক্রসিং হয়ে তারাতলা রোড, ব্রুকলিন রোড হয়ে গার্ডেনরিচ উড়ালপুল-রিমাউন্ট রোড হয়ে যেতে হবে ডায়মন্ডহারবার রোডে। উড়ালপুল-বিপর্যয়ে রুট বদল করা হয়েছে এন আর অ্যাভিনিউয়েরও। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে সিজিআর রোড, তারাতলা রোড, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, ডিপিএস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, এনএসসি বোস রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড ও ডায়মন্ডহারবার রোডে। উড়ালপুল-বিপর্যয়ের জেরে ট্রাম চলাচল বন্ধ সিজিআর রোড, ডায়মন্ডহারবার রোড এবং জাজেস কোর্ট রোডে।
from home https://ift.tt/2oJsTmR
No comments:
Post a Comment
Please let me know