meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: আধার নেই? বাচ্চাকে ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ, জানিয়ে দিল ইউএআইডিআই

Followers

আধার নেই? বাচ্চাকে ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ, জানিয়ে দিল ইউএআইডিআই

নয়াদিল্লি: আধার না থাকলে বাচ্চাকে ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। আধার নেই বলে ভর্তি নিতে না চাওয়ার ভিত্তি নেই। সার্কুলার জারি করে এ কথা জানাল আধার কর্তৃপক্ষ বা ইউএডিএআই। সব রাজ্যের মুখ্যসচিবকে উদ্দেশ্য করে পাঠানো সরকারি সার্কুলারে ইউএডিএআই বলেছে, কিছু লোক যে আধার না থাকার কারণ খাড়া করতে ভর্তি নিতে চায় না, এটা তারা জানে। কিন্তু আধারের অভাবে কোনও শিশু যে প্রাপ্য অধিকার, সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, এটা সুনিশ্চিত করা উচিত। আইনে আধারের অভাবে ভর্তি নিতে অস্বীকার করার বিধি নেই, এটা বেআইনি বলে হুঁশিয়ারি দিয়েছে ইউএডিএআই। তাদের এই অবস্থানের ফলে ভর্তির সময় আধার নম্বর দেখাতে না পারায় প্রবল সমস্যার সম্মুখীন হওয়া অভিভাবকরা নিশ্চিন্ত হতে পারবেন বলে আশা করা যায়। ইউএডিএআই কর্তৃপক্ষ এও বলেছে, এ ধরনের বাচ্চাদের আধার নম্বর বা বায়োমেট্রিকস না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে যাবতীয় সুযোগসুবিধা দেওয়ার বন্দোবস্ত করতে হবে। এ ব্যাপারে স্থানীয় ব্যাঙ্ক, পোস্ট অফিস, রাজ্য শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে স্কুলগুলিকে ক্যাম্প খুলে আধার নথিভুক্তিকরণ ও আপডেট করার কাজ করতে বলেছে আধার কর্তৃপক্ষ।

from home https://ift.tt/2wICxdI

No comments:

Post a Comment

Please let me know