<strong>নয়াদিল্লি:</strong> ২০০৭-এ ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পেসার আরপি সিংহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।। ৩২ বছরের এই বাঁহাতি পেসার ট্যুইটারের মাধ্যমে তাঁর অবসরের ঘোষণা করেছেন। ১৩ বছর আগে ২০০৫-এর ৪ সেপ্টেম্বর ভারতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চাপানোর স্মৃতি রোমন্থন করেছেন আবেগবিহ্বল আরপি। ২০০৭-এর বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আরপি। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১২ টি উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিন ফর্ম্যাটে মোট ৮২ ম্যাচ খেলে ১০০-র বেশি উইকেট নিয়েছেন। ১৪ টেস্টে ৪০ উইকেট, ৫৮ একদিনের ম্যাচে ৬৯ এবং ১০ টি ২০ ম্যাচে ১৫ উইকেট সংগ্রহ করেছেন তিনি। একটা সময় ভারতীয় দলের বোলিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে নিজেকে বিকশিত করার সুযোগ পেয়েছিলেন তিনি। ধোনিও তাঁর ওপর ভরসা করতেন। কিন্তু ২০১১-র পর দলে প্রত্যাবর্তনের আর সুযোগ পাননি তিনি। গতকাল অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে আবেগবিহ্বল আরপি লিখেছেন, ১৩ বছর আগে আজকের তিনি প্রথমবার ভারতীয় দলের জার্সি পরেছিলেন। তিনি লিছেন, আমার মন ও আত্মা আজও সেই তরুণ খেলোয়াড়ের সঙ্গেই রয়েছে যে, ফয়সালাবাদে কেরিয়ারের শুরু করেছিল। শরীর বুঝিয়ে দিচ্ছে যে, আমার বয়স হচ্ছে এবং তরুণ খেলোয়াড়দের জায়গা ছেড়ে দেওয়ার সময় হয়েছে।
from home https://ift.tt/2ClXK2v
No comments:
Post a Comment
Please let me know