জম্মু: স্বাধীনতা দিবসের আগে বিজেপি-র জম্মু ও কাশ্মীর শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিলির অনুষ্ঠান শুরু হল। জম্মুর শিবাজি চক থেকে ‘হর ঘর তিরঙ্গা’ অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় দোকানদারদের জাতীয় পতাকা দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্ত। পরে কবিন্দর বলেন, ‘জাতীয় পতাকা যাতে সব বাড়িতে পৌঁছে যায় এবং ১৫ অগাস্ট সব ছাদে জাতীয় পতাকা উড়তে দেখা যায়, তার জন্য সবারই এই উদ্যোগ নেওয়া উচিত। এটাই স্বাধীনতা দিবস উদযাপনের সেরা উপায়।’ কবিন্দর বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন করার জন্য যে আত্মত্যাগ করেছিলেন, সে বিষয়ে আমরা তরুণ প্রজন্মকে অবহিত করতে পারি এবং উৎসাহ দিতে পারি। ভবিষ্যতে স্কুলপড়ুয়াদেরও এই অনুষ্ঠানে যুক্ত করা উচিত। স্বাধীনতা দিবসে প্রতিটি বাড়ি, গ্রাম ও শহরে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেটা নিশ্চিত করতে হবে আমাদের।’
from home https://ift.tt/2MmSkIo
No comments:
Post a Comment
Please let me know