meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: টাকার দামে রেকর্ড পতন, প্রতি ডলারে ৭০.০৯

Followers

টাকার দামে রেকর্ড পতন, প্রতি ডলারে ৭০.০৯

<strong>নয়াদিল্লি:</strong> টাকার দামে নজিরবিহীন পতন। ডলারের তুলনায় টাকার দাম পৌঁছল সর্বনিম্ন স্তরে।এদিন ইন্টারব্যাঙ্ক বিদেশী মুদ্রা বিনিময় বাজারে টাকার দাম কমে হয়েছে প্রতি ডলারে ৭০.০৯ টাকা। গতকাল টাকার দাম ডলারের তুলনায় ১.০৮ টাকা বা ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৬৯.৯১ টাকায়। তুরস্কের মুদ্রা বিপর্যয় আন্তর্জাতিক আর্থিক সংকটে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরেই টাকার দামে এই পতন বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে দেশের অর্থনীতিতে আশার আলো জুগিয়েছে খুচরো মুদ্রাস্ফীতির হার। ওই হার জুলাইয়ে গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন- ৪.১৭ শতাংশ। শাকসব্জির দাম কমায় খুচরো মুদ্রাস্ফীতির হার কমেছে। এরফলে আগামী ঋণনীতি পর্যালোচনায় রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার আর না বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। এর আগের দুটি পর্যালোচনায় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট মুদ্রাস্ফীতির আশঙ্কার পরিপ্রেক্ষিতে ০.২৫ শতাংশ করে বাড়িয়েছিল। আগামী ৫ অক্টোবর পরবর্তী পাক্ষিক ঋণনীতি ঘোষণা করবে। টাকার দাম পতন নিয়ে গতকালই কংগ্রেস নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকে একহাত নিয়ে কটাক্ষ করেছ যে, আমরা ৭০ বছরে যা পারিনি, শেষপর্যন্ত মোদীজী তা করেছেন।

from home https://ift.tt/2KSHvcb

No comments:

Post a Comment

Please let me know