উত্তর ২৪ পরগনার টিটাগড়ে কেলভিন জুটমিল বন্ধ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। দিনভর মালিক পক্ষের লোকজনকে আটকে রেখে মিলের গেটে বিক্ষোভ শ্রমিকদের। বিক্ষোভ হঠাতে রাতে পুলিশের লাঠিচার্জ। শ্রমিকদের অভিযোগ, কাজের চাপ ক্রমশ বাড়ানো হচ্ছিল। প্রতিবাদ করায়, গতকাল সকালে মেশিন বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় মিল। কর্মহীন হয়ে পড়েন চার হাজার শ্রমিক। প্রতিবাদে গতকাল সকাল থেকে মালিক পক্ষকে আটকে রেখে মিলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। ঘটনাস্থলে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ। ১৫ ঘণ্টা পরেও বিক্ষোভ না ওঠায়, রাতে লাঠিচার্জ করে অবস্থানরত শ্রমিকদের হঠিয়ে দেয় টিটাগড় থানার পুলিশ।
from home https://ift.tt/2nC6zLB
No comments:
Post a Comment
Please let me know