meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: কোহলি ফিট, তৃতীয় টেস্টের আগে নেটে দীর্ঘ সময় ব্যাটিং করলেন

Followers

কোহলি ফিট, তৃতীয় টেস্টের আগে নেটে দীর্ঘ সময় ব্যাটিং করলেন

<strong>ট্রেন্টব্রিজ</strong>: চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। আগামীকালের টেস্টে খেলতে পারবেন অধিনায়ক কোহলি। তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে। প্রথম দুটি টেস্টে হেরে ইতিমধ্যেই সিরিজে ২-০ পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট চলাকালে কোহলির পুরানো পিঠের ব্যথার সমস্যা চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে। ট্রেন্টব্রিজে গতকাল বৃহস্পতিবার নেটে দীর্ঘসময় ব্যাট করলেন কোহলি। সেই সময় সাবলীলই দেখায় তাঁকে। অনুশীলনের পর তিনটি ব্যাট সহ ভরা কিট ব্যাগ কাঁধে কোহলির ছবিতে ইঙ্গিত স্পষ্ট হয়েছিল যে, তৃতীয় টেস্টের আগে চোটের সমস্যা থেকে সেরে উঠছেন কোহলি। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছেন, কোহলি এখন অনেকটাই সুস্থ। আপনারা ওকে তো নেটে দেখেইছেন। ওই নড়াচড়ায় কোনও সমস্যা হচ্ছে না। লর্ডসে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ৩৭ মিনিট ফিল্ডিং করতে পারেননি। এ জন্য ভারতীয় দলের ইনিংসে ৪ নম্বরের পরিবর্তে ৫ নম্বরে ব্যাটিং করতে হয় তাঁকে। ২৯ বল ক্রিজে ছিলেন তিনি। চোটের জন্য বেশ কয়েকবারই অস্বস্তিতে পড়তে দেখা যায় তাঁকে। পিঠের ব্যথার সমস্যায় ফরওয়ার্ড স্ট্রেচ করতে সমস্যায় পড়তে হচ্ছিল তাঁকে। লর্ডস টেস্টের পর কোহলি বলেছিলেন, তৃতীয় টেস্টের আগে সেরে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী। এদিকে, ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস কোহলি সম্পর্কে দলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, চলতি সিরিজে ব্যাটসম্যান হিসেবে কোহলি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন। বেইলিস বলেছেন, ক্রিকেট ইতিহাসে এমন নজির কম নেই যে, চোট নিয়ে খেলেও কোনও কোনও ক্রিকেটার প্রচুর রান করেছেন এবং উইকেট নিয়েছেন।

from home https://ift.tt/2PgUeJ6

No comments:

Post a Comment

Please let me know