meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ২০০৪-র পাকিস্তান সফরের আগে ভারতীয় ক্রিকেট দলকে বলেছিলেন বাজপেয়ী, ‘হৃদয় জিতে এসো’

Followers

২০০৪-র পাকিস্তান সফরের আগে ভারতীয় ক্রিকেট দলকে বলেছিলেন বাজপেয়ী, ‘হৃদয় জিতে এসো’

<strong>নয়াদিল্লি:</strong>  ২০০৪-এ  দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের বরফ গলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাঁর ঐকান্তিক প্রয়াসেই ভারতীয় দল গিয়েছিল পাকিস্তান সফরে। পাকিস্তান রওনা হওয়ার আগে বাজপেয়ী ভারতীয় দলকে মন্ত্র দিয়েছিলেন, শুধু ম্যাচই নয়, মন জয় করে এসো। প্রয়াত বাজপেয়ীর  সেই ভূমিকার কথা স্মরণ করে এ কথা জানিয়েছেন তত্কালীন টিম ম্যানেজার রত্নাকর শেট্টি। উল্লেখ্য, ১৯ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল। রত্নাকর শেট্টি বলেছেন, পাকিস্তান রওনা হওয়ার আগে ভারতীয় দলের সদস্যরা বাজপেয়ীর  সঙ্গে দেখা করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের উন্নতিতে আগ্রহী ছিলেন এবং এক্ষেত্রে ক্রিকেটকে একটা উপায় বলে মনে করতেন। তত্কালীন বাজপেয়ী সরকারের অনুমোদন পাওয়ার পর বিসিসিআই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই দলের ম্যানেজার রত্নাকর শেট্টি বলেছেন, 'পাকিস্তান রওনা দেওয়ার আগে পিএমও-র থেকে একটা বার্তা পাই।তাতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী দলের সদস্যদের সঙ্গে দেখা করতে চান। প্রায় এক ঘন্টা দলের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছিলেন বাজপেয়ী। দলের প্রত্যেক সদস্যের সঙ্গেই কথা বলেছিলেন তিনি'। সেদিনের সাক্ষাতের স্মৃতিচারণ করে রত্নাকর শেট্টি বলেছেন, 'বাগানে নেভি ব্যান্ডে দেশাত্মবোধক গান চলছিল। আমরা আমাদের  সবার স্বাক্ষর করা একটা ব্যাট তাঁকে উপহার দিয়েছিলাম। তিনিও আমাদের একটা ব্যাট উপহার দিয়েছিলেন। সঙ্গে বার্তা-খেলাই নয়, মন জিতে আসুন, শুভকামনা'। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। দলের সদস্যদের হৃদয় দিয়ে খেলা দরকার। শেট্টি বলেছেন, সাক্ষাতের পর যখন ভারতীয় দলের সদস্যরা বেরিয়ে যাচ্ছিলেন, তখন বাজপেয়ী তাঁদের  'হম হোঙ্গে কাম ইয়াব' গানও শোনার পরামর্শ দিয়েছিলেন। প্রাক্তন টিম ম্যানেজার বলেছেন, 'সফরের আগে নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখতে আমাকে পাকিস্তানে গিয়েছিলাম। সেখানে করাচির লোকজনকে বাজপেয়ীর ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এ কথা আমি তাঁকে জানিয়েছিলাম'। ভারতীয় দল ওই সফরে টেস্ট সিরিজ ২-১ এবং একদিনের সিরিজ ৩-২ জিতে নিয়েছিল।

from home https://ift.tt/2PfVsUU

No comments:

Post a Comment

Please let me know