meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: একদিনে মৃত ১০০-র বেশি, আরও ভয়াবহ কেরলের বন্যা-পরিস্থিতি, যাচ্ছেন মোদি

Followers

একদিনে মৃত ১০০-র বেশি, আরও ভয়াবহ কেরলের বন্যা-পরিস্থিতি, যাচ্ছেন মোদি

<p style="text-align: justify;"><strong>তিরুঅনন্তপুরম:</strong> আরও ভয়াবহ রূপ নিচ্ছে কেরলের বন্যা-পরিস্থিতি। শুধুমাত্র বৃহস্পতিবারই রাজ্যে বৃষ্টি ও বন্যা সম্পর্কিত ঘটনায় মারা গিয়েছেন ১০৬ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দাবি, এখনও পর্যন্ত কেরলের বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩।</p> <p style="text-align: justify;">কেন্দ্রীয় সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাতেই কেরলের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আকাশপথে তিনি বন্যা-পীড়িত অঞ্চলগুলি পরিদর্শন করবেন।</p> <p style="text-align: justify;">কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গতকাল বলেছিলেন, উদ্ধারকার্যে ২৩টি অতিরিক্ত হেলিকপ্টার ও ২০০টি উদ্ধারকারী নৌকাকে মোতায়েন করা হচ্ছে। প্রায় ৪ হাজার দুর্গত মানুষকে উদ্ধার করে অন্যত্র সরানো হয়েছে।</p> <p style="text-align: justify;">সবচেয়ে ক্ষতিগ্রস্ত এরনাকুলাম, ত্রিশূর ও পতনমতিত্তা। সেখানে বিশাল পরিমাণে সামরিক বাহিনীর তিন বিভাগ—স্থল, নৌ ও বায়ুসেনা জওয়ানদের নামানো হয়েছে। তাঁদের সহায়তা করছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।</p> <p style="text-align: justify;">শুধু তাই নয়, স্থানীয় মৎস্যজীবীরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ ও উদ্ধারকার্যে কেরলে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে তিন বাহিনীই। পাশাপাশি, ৫৪০ সদস্য বিশিষ্ট এনডিআরএফ-এর ১২টি অতিরিক্ত দল পৌঁছেছে রাজ্যে।</p> <p style="text-align: justify;">কেরলের বন্যায় প্রায় ১.৫ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন। তাঁদের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। আবহাওয়া পূর্বাভাস, ফের নতুন করে ঝড়বৃষ্টি হতে পারে কেরলে।</p>

from home https://ift.tt/2vNQHds

No comments:

Post a Comment

Please let me know