প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন। সকালে বাজপেয়ীর কৃষ্ণ মেনন মার্গের বাসভবনে শায়িত ছিল দেহ। সেখানে যান বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর তিন প্রধান। সকালে বাড়িতে যান জাভেদ আখতার ও শাবানা আজমিও। অন্তিম যাত্রায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রার নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। সকালে বাসভবন থেকে ফুলে সজ্জিত মরদেহবাহী শকট পৌঁছয় ৬ কিলোমিটার দূরে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহসহ একাধিক নেতা। যান প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীও। দুপুরে দলের সদর দফতরে শায়িত ছিল বাজপেয়ীর মরদেহ। বহু মানুষ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। দুপুর ২টো নাগাদ বিজেপির সদর দফতর থেকে শুরু হয় অন্তিম যাত্রা। প্রায় তিন কিলোমিটার পথ পেরিয়ে বিকেলে রাজঘাটের কাছে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হয়।
from home https://ift.tt/2MhWxhn
No comments:
Post a Comment
Please let me know