<p style="text-align: justify;"><strong>লখনউ:</strong> বহুজন সমাজ পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী জানান, অটল বিহারী বাজপেয়ী দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের স্বার্থে কাজ করেছিলেন। তাঁর দাবি, শেষজীবনে অটলজি সক্রিয় থাকলে বিজেপি কখনই এত জনবিরোধী, সংকীর্ণ, নিচ ও অহংকারী ও বিদ্বেষপূর্ণ দলে পরিণত হতো না।</p> <p style="text-align: justify;">প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করতে গিয়ে মায়াবতী বলেন, অটলজি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। সাংসদ, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদানকে মানুষ চিরকাল স্মরণ করে এবং ভবিষ্যতেও করবে। কবি মনের অটলজি সকলের জীবনে যে প্রভাব বিস্তার করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।</p> <p style="text-align: justify;">মায়াবতী যোগ করেন, অটল বিহারী বাজপেয়ী এমন এক নেতা ছিলেন, যিনি ভারতীয় জন সংঘ এবং পরবর্তীকালে নতুন রূপ—বিজেপিতে থাকা সত্ত্বেও দলমতনির্বিশেষ মানুষের থেকে ভালবাসা ও সম্মান পেয়েছেন। তাঁর আমলে নেওয়া পাকিস্তান ও কাশ্মীর নীতি মানুষ আজও মনে রেখেছে।</p>
from home https://ift.tt/2OI2Qre
No comments:
Post a Comment
Please let me know