meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: সমকামী বিয়ে, সম্পর্ক প্রকৃতির নিয়মের সঙ্গে মানানসই ও স্বাভাবিক নয়, সমর্থন করি না, বলল আরএসএস

Followers

সমকামী বিয়ে, সম্পর্ক প্রকৃতির নিয়মের সঙ্গে মানানসই ও স্বাভাবিক নয়, সমর্থন করি না, বলল আরএসএস

নয়াদিল্লি: সমকামিতাকে অপরাধ মনে না করলেও সমলিঙ্গের দুজনের বিয়ে সমর্থন করে না বলে জানাল আরএসএস। আজই সুপ্রিম কোর্ট সম্মতির ভিত্তিতে দুজন পূর্ণবয়স্ক সমলিঙ্গের মানুষের যৌন সম্পর্ককে অপরাধ বলে গণ্য করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে আংশিক খারিজ করেছে। এ ব্যাপারেই সঙ্ঘের মুখপাত্র তথা ‘প্রচার প্রমুখ’ অরুণ কুমার এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মতো আমরাও মনে করি না, সমকামিতা অপরাধ। কিন্তু সঙ্ঘের পুরানো ঘোষিত অবস্থানের পুনরাবৃত্তি করেই তিনি বলেন, সমকামী বিয়ে ও এ ধরনের সম্পর্ক প্রকৃতির নিয়মের সঙ্গে মানানসই নয়। এ ধরনের সম্পর্ক স্বাভাবিক নয়, তাই আমরা তা সমর্থনও করি না। ভারতীয় সমাজের রীতি, ঐতিহ্য এমন সম্পর্ক সমর্থন করে না বলেও জানান অরুণ কুমার। সেইসঙ্গে বলেন, সাধারণত মানুষ অভিজ্ঞতা থেকেই শেখে, তাই সামাজিক ও মনস্তাত্ত্বিক স্তরে বিষয়টি নিয়ে  আলোচনা হওয়া প্রয়োজন।                

from home https://ift.tt/2CnUaVw

No comments:

Post a Comment

Please let me know