<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ (তেলঙ্গনা):</strong> তেলঙ্গনা বিধানসভা ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন হায়দরাবাদে জরুরি বৈঠকের পর প্রস্তাব পেশ করে বিধানসভা ভেঙে দেওয়ার গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। এরফলে, নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল।</p> <p style="text-align: justify;">সূত্রের খবর, এদিনের বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই তাঁকে তদারকি সরকার চালানোর নির্দেশ দেন রাজ্যপাল ইএসএল নরসিংহ রাও।</p> <p style="text-align: justify;">তেলঙ্গনা সরকারের এই ঘোষণার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন শরিক বিজেপি জানিয়ে দেয়, তারা নির্বাচনের জন্য প্রস্তুত। দলের নেতা জিভিএল নরসিংহ রাওয়ের দাবি, মোদি সরকারের ভয়েই তড়িঘড়ি বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা করল চন্দ্রশেখর সরকার।</p> <p style="text-align: justify;">অন্যদিকে, রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে তেলঙ্গনা কংগ্রেসও। দলের প্রধান এন উত্তম কুমার রেড্ডি বলেন, ভুয়ো ও লম্বা-চওড়া প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কে চন্দ্রশেখর রাও। সমাজের সব শ্রেণির মানুষই রাজ্য সরকারের ওপর বীতশ্রদ্ধ।</p>
from home https://ift.tt/2Q9XQ06
No comments:
Post a Comment
Please let me know