meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ১৯ দিন পরে অনশন প্রত্যাহার হার্দিক পটেলের

Followers

সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ১৯ দিন পরে অনশন প্রত্যাহার হার্দিক পটেলের

<strong>আমদাবাদ</strong>: ১৯ দিন পরে আজ অনশন প্রত্যাহার করে নিলেন গুজরাতের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল। পাতিদারদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণ এবং ঋণ মকুবের বিষয়ে গুজরাত সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই অনশন প্রত্যাহার করলেন হার্দিক। তাঁকে লেমনেড খাইয়ে অনশন ভঙ্গ করান পাতিদার নেতা নরেশ পটেল ও সি কে পটেল। এরপর হার্দিক বলেন, ‘আমার সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ও ঋণ মকুবের দাবিতে লড়াই চলবে।’ অন্যান্য অনগ্রসর শ্রেণির আওতায় পাতিদারদের সংরক্ষণ এবং ঋণ মকুবের দাবিতে ২৫ অগাস্ট থেকে নিজের বাড়িতে অনশন শুরু করেন হার্দিক। পরে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া সহযোগী অল্পেশ কাঠেরিয়ার মুক্তির দাবিও যোগ করেন এই পাতিদার নেতা। গত শুক্রবার অনশনের ১৪-তম দিনে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন পরে বাড়ি ফিরে তিনি ফের অনশন শুরু করেন। হাসপাতালে ভর্তি থাকার সময় গ্লুকোজ ও তরল খাবার খেলেও, হার্দিকের দাবি, তিনি অনশন চলাকালীন কোনও ভারী খাবার খাননি। এ মাসের ৪ তারিখ গুজরাত সরকার দাবি করে, রাজনৈতিক উদ্দেশ্যেই কংগ্রেসের মদতে সংরক্ষণের দাবিতে আন্দোলন করছেন হার্দিক। রাজ্যের মন্ত্রী সৌরভ পটেল দাবি করেন, আলোচনার জন্য তাঁদের দরজা খোলা। কিন্তু এখনও পর্যন্ত আলোচনা হয়নি।

from home https://ift.tt/2x9fvfB

No comments:

Post a Comment

Please let me know