<strong>লখনউ</strong>: অত্যধিক আখ খেলে ডায়াবেটিসের আশঙ্কা থাকায় কৃষকদের অন্য কোনও ফসল বেশি করে ফলানোর পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাগপতের একটি জনসভায় তিনি বলেছেন, ‘আপনারা (কৃষক) এখন অত্যধিক আখ চাষ করছেন। শুধু আখের বদলে আপনাদের সবজি বা অন্য কোনও ফসল বেশি করে ফলানোর দিকে মন দেওয়া উচিত। কারণ, বেশি আখ চাষ করা হলে মানুষ সেটা বেশি করে খাবে। এর ফলে ডায়াবেটিস হতে পারে।’ বাগপতে আখের প্রচুর ফলন হয়। সেখানেই এবার অন্য ফসল বেশি করে ফলানোর ডাক দিলেন আদিত্যনাথ। একইসঙ্গে অবশ্য তিনি কৃষকদের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘খুব শীঘ্রই আখচাষিদের বকেয়া ১০,০০০ কোটি টাকা মিটিয়ে দেবেন চিনিকলের মালিকরা। বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সব ব্যবস্থা করেছি আমরা। যদি ১৫ অক্টোবরের মধ্যে চিনিকলের মালিকরা কৃষকদের বকেয়া না মেটান, তাহলে ফল ভাল হবে না।’ সম্প্রতি কৈরানায় উপনির্বাচনে আরএলডি প্রার্থীর কাছে ৪৪,০০০ ভোটে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী। সেই উপনির্বাচনের প্রচারে সবচেয়ে বড় ইস্যু ছিল আখচাষিদের বকেয়া অর্থ না পাওয়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে কৃষকদের ক্ষোভ প্রশমনের লক্ষ্যেই তাঁদের বকেয়া মেটানোর উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
from home https://ift.tt/2Mp5OiN
No comments:
Post a Comment
Please let me know