meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: টেস্টে কুম্বলের ৬১৯ উইকেটের রেকর্ড টপকে যেতে পারেন অ্যান্ডারসন, আশাবাদী ম্যাকগ্রা

Followers

টেস্টে কুম্বলের ৬১৯ উইকেটের রেকর্ড টপকে যেতে পারেন অ্যান্ডারসন, আশাবাদী ম্যাকগ্রা

<strong>লন্ডন</strong>: ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন টেস্টে ৬০০-র বেশি উইকেট নিতে পারেন বলে আশাবাদী অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার গ্লেন ম্যাকগ্রা। এমনকী, ভারতের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের ৬১৯ উইকেটের রেকর্ডও অ্যান্ডারসন টপকে যেতে পারেন বলে আশা করছেন ম্যাকগ্রা। তিনি বলেছেন, ‘জিমিকে দেখে ফিট বলেই মনে হচ্ছে। ও প্রচুর দৌড়চ্ছে। ও কী করতে চায়, সেটার উপর সবকিছু নির্ভর করছে। ও আমাকে টপকে গিয়েছে। পরবর্তী ধাপ হল টেস্টে ৬০০ উইকেট। ও যদি ৬০০ উইকেট নিতে পারে, তাহলে সেটা অবিশ্বাস্য কৃতিত্ব হবে। ওর মধ্যে যদি এখনও উন্নতি করার ইচ্ছা আছে, প্যাশন থাকে, মাঠের বাইরে পরিশ্রম করে এবং মাঠেও একইরকম পারফরম্যান্স দেখানোর ইচ্ছা থাকে, তাহলে ও যতদিন ইচ্ছা খেলে যেতে পারে।’ ম্যাকগ্রা আরও বলেছেন, ‘আমার মনে হয় এখনও জিমির মধ্যে কিছুটা শক্তি অবশিষ্ট আছে। আমি চাইব ও ৬০০-র বেশি উইকেট নিক। তারপর ও চাইলে প্রথম তিনে থাকা কোনও একজন স্পিনারকে টপকে যাওয়ার চেষ্টা করতে পারে। আমার মনে হয় কুম্বলের ৬১৯ উইকেট টপকে যেতেই পারে জিমি।’ টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকার শীর্ষে তিন স্পিনার। ৮০০ উইকেটে আছে মুথাইয়া মুরলীধরনের। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শেন ওয়ার্ন। তৃতীয় স্থানে কুম্বলে। এখনও পর্যন্ত কোনও পেসার টেস্টে ৬০০ উইকেট নিতে পারেননি। ম্যাকগ্রার ৫৬৩ উইকেট আছে। ৩৬ বছর বয়সি অ্যান্ডারসনের এখন উইকেট সংখ্যা ৫৬৪। তিনি আরও কয়েক বছর খেলবেন বলেই আশাবাদী ম্যাকগ্রা।

from home https://ift.tt/2x3iYx6

No comments:

Post a Comment

Please let me know