আবু ধাবি: প্রায় অঘটন ঘটিয়ে দিতে বসেছিল হংকং। এশিয়া কাপের প্রথম ম্যাচে কোনওক্রমে হংকংকে হারাল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত হংকং ভারতের সঙ্গে কড়া টক্কর দিয়ে হার মানল মাত্র ২৬ রানে। জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিজাকত খান (৯২) এবং অধিনায়ক অংশুমান রথ (৭৩)-এর ওপেনিং জুটিতে রেকর্ড ১৭৪ রান ভারতকে তীব্র সংকটে ফেলে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত অনভিজ্ঞতার কারণে আট উইকেটে ২৫৯ রানে শেষ হয় তাদের ইনিংস। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাটা উইকেটে ভারতের ওপেনার শিখর ধবন একদিনের ক্রিকেটে তাঁর কেরিয়ারের ১৪ তম শতরান করেন। ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ শিখর বাউন্সহীন, ঢিমে গতির উপমহাদেশের উইকেটে খেলার সুযোগ পুরো দমে কাজে লাগান। উইকেটে বোলারদের বলে সে রকম কোনও মুভমেন্টও ছিল না। এই পিচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ১২০ বলে ১২৭ রান করেন তিনি। দলের ৪৫ রানে অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর শিখর অম্বাতি রায়ডুর সঙ্গে জুটি বেঁধে ১১৬ রান যোগ করেন।এরপর ৬০ রান করে আউট হন রায়ডু। কার্তিক ও শিখর জুটি এরপর ভারতের রান ২৪০-এ পৌঁছে দেন। ধবন আউট হওযার পর ছোটখাটো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ায় ভারতের রান ৩০০-তে পৌঁছতে পারেনি। পরে ফিল্ডিংয়ের সময় নিজাকত ও রথের জুটির সামনে ভারতীয় বোলার ও ফিল্ডারদের দিশেহারা দেখায়। হংকংয়ের এই জুটি প্রায় ৩৫ ওভার পর্যন্ত ভারতীয় দলকে উদ্বেগে রাখে। শেষপর্যন্ত কুলদীপ যাদব ( ৪২ রানে ২ উইকেট) এই বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন। তাঁর বলে আউট হন রথ। পরের ওভারেই অভিষেককারী বোলার খলিল আহমেদের বলে আউট হন নিজাকত। খলিল ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই সেট ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর আর লড়াই করতে পারেনি হংকং। এই পর্বে ভারতের হয়ে যজুবেন্দ্র চাহল কার্যকরী ভূমিকা নেন যজুবেন্দ্র চাহলও। তিনি ৪৬ রানে ৩ উইকেট দখল করেন।
from home https://ift.tt/2xmBa4R
No comments:
Post a Comment
Please let me know