আবু ধাবি: বেশ কিছুদিন ধরেই ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকা এবং মিডল অর্ডারে স্ট্রাইক রোটেট ও স্লগ ওভারগুলিতে বিধ্বংসী ইনিংস খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে বেশ কয়েকটি ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে পরিচিত ফিনিসারের ভূমিকায় দেখা যায়নি। আজ এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। তার আগে আইসিসি অকাদেমির ভিডিও ফুটেজ দেখলে সাফ হয়ে যাবে, মাহি কিন্তু সমালোচকদের জবাব দিতে তৈরি। নেটে ধোনির অনুশীলনের ছবি ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে বিসিসিআই। ক্যাপশনে লেখা- নিশানায় অবিচল। ধোনিকে খুব একটা পুল শট খেলতে দেখা যায় না। অনুশীলনে তাঁকে পুল শট খেলতে দেখা গেল। আসলে ধোনির লক্ষ্য আগামীকাল বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। পাক বোলাররা শর্ট বল করে তাঁর পরীক্ষা নিতে পারেন। তার জবাব দিতে পুল শট অনুশীলন করতে দেখা গেল তাঁকে। <code></code> <blockquote class="twitter-tweet" data-lang="en"> <p dir="ltr" lang="en">In focus and in the zone ???????? <a href="https://twitter.com/msdhoni?ref_src=twsrc%5Etfw">@msdhoni</a> <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://twitter.com/hashtag/AsiaCup2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsiaCup2018</a> <a href="https://t.co/64wOC9nEtg">pic.twitter.com/64wOC9nEtg</a></p> — BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1041691433420374017?ref_src=twsrc%5Etfw">September 17, 2018</a></blockquote> এশিয়া কাপে ভারতীয় দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মা এই তরুণ দলের নেতৃত্বে রয়েছেন। কাজেই মিডল অর্ডারে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ধোনিকে। আজ হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পর দিনই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
from home https://ift.tt/2NSC0zO
No comments:
Post a Comment
Please let me know