<p style="text-align: justify;"><strong>দুবাই:</strong> মন্থর উইকেটে ওপেনার শিখর ধবনের শতরানের ওপর ভর করে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ২৮৫ রান করল ভারত। সদ্যসমাপ্ত হওয়া ইংল্যান্ড সফরে রান করতে বেশ বেগ পেতে হয়েছিল ধবনকে। সিমিং উইকেটে নিজেকে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়েছিলেন। কিন্তু, মঙ্গলবার দুবাইতে পাটা ধীরগতির উইকেটে চেনা ছন্দ ফিরে পান তিনি। এদিন ১২০ বলে ১২৭ করেন বাঁ-হাতি ব্যাটসম্যান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২টি ছক্কায়। এদিন কেরিয়ারের ১৪তম শতরান হাঁকান ধবন। শিখরের পাশাপাশি রান পেয়েছেন অম্বাতি রায়ুডু (৬০)। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১১৬ রান করেন। তবে এদিন শুরু করেও বড় রান করতে ব্যর্থ অপর ওপেনার তথা দলের অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৩ রানেই ফিরে যান তিনি। ধবন আউট হওয়ার পরই ভারতের রানের গতি পড়ে যায়। বিশেষ করে মন্থর উইকেটে হংকংয়ের ধীরগতির বোলারদের বিরুদ্ধে শট নিতে বেশ সমস্যায় পড়ে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার। যেকারণে ৩০০-র গণ্ডি পার করতে ব্যর্থ হয় টিম রোহিত। অন্যদিকে, ডেথ ওভারে বেশ ভাল বল করে হংকং। শেষ ১০ ওভারে ভারত মাত্র ৪৮ রান তুলতে সমর্থ হয়। হারায় ৫টি উইকেট।</p> <p style="text-align: justify;"><strong>ভারতীয় দল:</strong> শিখর ধবন, রোহিত শর্মা (অধিনায়ক), অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, শার্দূল ঠাকুর, খলিল আদমেদ।</p> <p style="text-align: justify;"><strong>হংকং দল:</strong> নিজাকত খান, অংশুমান রথ (অধিনায়ক), বাবর হায়াত, ক্রিস্টোফার কার্টার, কিঞ্চিত শাহ, এহসান খান, আইজাজ খান, স্কট ম্যাকেচনি, তনবির আফজল, এহসান নওয়াজ, নাদিম আহমেদ।</p>
from home https://ift.tt/2NRjuYx
No comments:
Post a Comment
Please let me know