<strong>কাঠমাণ্ডু:</strong> ২০১৯ সালের লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে দেশের শীর্ষস্থানীয় নেতাদের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণের সংখ্যা বেড়ে গিয়েছে। কর্ণাটক নির্বাচনের সময় মানস সরোবর যাত্রার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এবার সেই তীর্থযাত্রাই বাস্তবায়িত হতে চলেছে। আগামী ৩১ অগাস্ট মানস সরোবরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন কংগ্রেস সভাপতি। এদিকে ওই একইদিনে নেপালে পশুপতিনাথ দর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই তিনি নেপাল পৌঁছেছেন বিআইএমএসটিইসি সামিটে অংশ নিতে। প্রসঙগ্ত, কাঠমাণ্ডুর তিলগঙ্গা এলাকায় পশুপতিনাথ ধর্মশালা নির্মাণের জন্যে ভারত নেপালকে প্রায় ২৫ কোটি টাকা মতো সাহায্য করেন। ২০১৬ সালের জুলাইয়ে এই ধর্মশালা নির্মাণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। তবে তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নেপাল যাত্রা করলেন মোদী। এবছরের মার্চে নেপাল গিয়েছিলেন মোদী। জনকপুরের জানকীধাম দর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে পুজোও দেন মোদী। প্রসঙ্গত, নিজেকে হিন্দুত্ববাদী বোঝাতে এবং বিজেপির তাসকে ধাক্কা দিতেই কংগ্রেস সভাপতির এধরনের পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী অস্ত্রে ভাগ বসিয়ে এভাবেই ধার কমাতে চাইছেন রাহুল।
from home https://ift.tt/2C2YlWM
No comments:
Post a Comment
Please let me know