<strong>সাউদাম্পটন</strong>: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্ট জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারতীয় দল। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টের খেলা যেখানে শেষ করেছিলেন, আজ সাউদাম্পটনের রোজ বোলে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা সেখান থেকেই শুরু করলেন ভারতীয় ক্রিকেটাররা। দিনের তৃতীয় সেশনে ২৪৬ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। লড়াই করলেন স্যাম কুরান (৭৮) ও মইন আলি (৪০)। ভারতের সব বোলারই দারুণ পারফরম্যান্স দেখালেন। জসপ্রীত বুমরাহ তিন উইকেট নেন। ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন হার্দিক পাণ্ড্য। দিনের শেষে ভারতীয় দলের রান বিনা উইকেটে ১৯। ক্রিজে শিখর ধবন (৩) ও লোকেশ রাহুল (১১)। আজ শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে জো রুটের দলের রান ছিল ৪ উইকেটে ৫৭। চা-পানের বিরতিতে রান হয় ৬ উইকেটে ১৩৯।সেখান থেকে কুরানের লড়াইয়ের জেরে ভদ্রস্থ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। না হলে ঘরের মাঠে রুটদের লজ্জায় পড়তে হত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রুট। শুরুতেই কিটন জেনিংসকে (০) ফিরিয়ে দেন বুমরাহ। এরপর দলের ১৫ রানের মাথায় ফিরে যান রুট (৪)। এই উইকেটটি নেন ইশান্ত। ২৮ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এবার জনি বেয়ারস্টোকে (৬) ফিরিয়ে দেন বুমরাহ। ৩৬ রানে ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন হয়। অ্যালেস্টার কুককে (১৭) ফেরান হার্দিক। বেন স্টোকসকে (২৩) ফেরান শামি। তিনিই জোস বাটলারকেও (২১) আউট করে ইংল্যান্ড শিবিরে ষষ্ঠ আঘাত হানেন। মইনকে ফেরান অশ্বিন। আদিল রশিদকে (৬) আউট করেন ইশান্ত। স্টুয়ার্ট ব্রডকে (১৭) ফেরান বুমরাহ। শেষ উইকেট নেন অশ্বিন।
from home https://ift.tt/2NzzZ8m
No comments:
Post a Comment
Please let me know