হিসার: জাল ৫ টাকার কয়েন। সব মিলিয়ে যার অর্থমূল্য ৬.৮৭ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ নকল কয়েন সংগ্রহে রাখার অভিযোগে তিনজনকে ১০ বছরের জেলের সাজার পাশাপাশি মাথাপিছু ২৫০০০ টাকা জরিমানা করল আদালত। রবিন্দর ওরফে মনু, সচিন ও সনু লুথরা, এই তিনজনকে দোষী সাব্যস্ত করেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অমিত কুমার। ২৪ আগস্টই তাদের দোষী ঘোষণা করা হয়েছিল। আজ সাজা ঘোষণা হয়। জরিমানার টাকা অনাদায়ে তিনজনকে আরও ৬ মাস জেল খাটতে হবে। সরকার পক্ষের দাবি, ২০১৬-র ২৭ জানুয়ারি সাব-ইনস্পেক্টর প্রশান্ত কুমার ও তাঁর টিম তোসাম রোডে পাহারা দিচ্ছিলেন। সূ্ত্র মারফত গোপন খবর পেয়ে তাঁরা একটি গাড়ি থামান যাতে ওই ৫ টাকার কয়েনগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। জেরায় রবিন্দর ওরফে মনু ও সচিন স্বীকার করে, কয়েনগুলি নকল, এনেছে দিল্লির বাসিন্দা সনু লুথরা। সেগুলি তারা হিসার ও তার আশপাশে সরবরাহ করতে যাচ্ছে। তিনজনকেই পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা দায়ের করা হয়।
from home https://ift.tt/2Na60qN
No comments:
Post a Comment
Please let me know