<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> কংগ্রেস একদিকে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, বিজেপি-আরএসএস বিভাজন সৃষ্টি করছে। বার্লিনে গিয়ে এমনটাই বললেন রাহুল গাঁধী।</p> <p style="text-align: justify;">বৃহস্পতিবার রাতে প্রবাসে ভারতীয় কংগ্রেস আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি দাবি করেন, ‘বৈচিত্র্যের মধ্যে একতা’ গুরু নানকের থেকে এসেছে।</p> <p style="text-align: justify;">বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারকে আক্রমণ করতে গিয়ে রাহুল জানান, একদিকে শুধু বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে। অন্যদিকে, কৃষক-আত্মহত্যা বেড়েই চলেছে এবং যুব সম্প্রদায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছে।</p> <p style="text-align: justify;">তিনি বলেন, কংগ্রেস সকলের জন্য। সবার জন্য কাজ করে। আর আমাদের কাজ হল বৈচিত্র্যের মধ্যে একতার প্রসার করা। কিন্তু, আজ ভারতে শাসক দল অন্যভাবে কাজ করছে।</p> <p style="text-align: justify;">কংগ্রেস সভাপতির মতে, ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বিতা ছিল চিনের সঙ্গে। হয় কর্মসংস্থান চিনে যাবে, না হলে ভারতে আসবে। তিনি বলেন, বিজেপি-আরএসএস দেশবাসীর মধ্যেই বিভেদ সৃষ্টি করছে। ওরা দেশের মধ্যেই ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছে। সেখানে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলি।</p>
from home https://ift.tt/2BHWne7
No comments:
Post a Comment
Please let me know