meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল চত্বরে কেন্দ্রীয় সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকান অমৃত স্টোর্সে দুর্নীতির অভিযোগ

Followers

চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল চত্বরে কেন্দ্রীয় সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকান অমৃত স্টোর্সে দুর্নীতির অভিযোগ

চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল চত্বরে কেন্দ্রীয় সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকান অমৃত স্টোর্সে দুর্নীতির অভিযোগ। পূর্ব ভারতে ক্যান্সার চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের একমাত্র উত্কর্ষ কেন্দ্রে গরিব রোগীদের কথা মাথায় রেখে ২০১৭ সালে ন্যায্য মূল্যের ওধুষের দোকান অমৃত স্টোর্স তৈরি করে কেন্দ্রীয় সরকার। নিয়ম অনুযায়ী, এই দোকান ২৪ ঘণ্টা খোলা থাকার কথা। অভিযোগ, সকাল ৯ কিম্বা ১০টা থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকে এই দোকান। বাইরের দোকানের থেকে অনেক বেশি ছাড়ে ওষুধ মেলার কথা থাকলেও, ঘটছে উল্টোটা। অস্বচ্ছতা রয়েছে ওষুধে ছাড়ের পরিমাণ নিয়ে। এমনকি, বিশেষ লাইসেন্স না থাকায় দোকানে মেলেনা বেশ কিছু প্রয়োজনীয় ব্যথা উপশমকারী ওষুধও। অভিযোগ, বাজারের তুলনায় সার্জিক্যাল গ্লাভসও বেশি দামে বিক্রি হচ্ছে অমৃত স্টোর্সে। পাশাপাশি, হাসপাতালকে দেওয়া ৫ লক্ষ টাকার বিলের কোনও নথি অমৃত স্টোর্স দিতে পারেনি বলেও অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তদন্ত কমিটির রিপোর্টে বেশ কিছু অভিযোগের সারবত্তা মিলেছে। রিপোর্টের প্রেক্ষিতে আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক অমৃত স্টোর্স কর্তৃপক্ষের। 

from home https://ift.tt/2BJvF4Q

No comments:

Post a Comment

Please let me know