meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: বিনা লড়াইয়ে জয়ী আসনে ফল ঘোষণা করা যাবে, পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট

Followers

বিনা লড়াইয়ে জয়ী আসনে ফল ঘোষণা করা যাবে, পঞ্চায়েত মামলায় রাজ্যের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: পঞ্চায়েত ভোটে যে ৩৪ শতাংশ আসনে বিনা ভোটে জয়লাভ নিয়ে বিতর্ক, সেই আসনগুলির ফল ঘোষণা করা যাবে। আজ এই রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চের এই রায়ে খুশি রাজ্য সরকার। বিরোধীরা অভিযোগ করে, পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি, প্রার্থীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। বহু ক্ষেত্রে ভোটাররা বুথ পর্যন্ত যেতে পারেনি। যদিও শাসক দল তৃণমূল ও রাজ্য সরকার দাবি করে, জনসমর্থন না থাকায় বিরোধীরা সব আসনে প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি, সে কারণেই ৩৪ শতাংশ বা ২০,১৫৯টি আসনে ভোট ছাড়াই ফয়সালা হয়েছে। সেই মামলার রায় দিতে গিয়ে আজ শীর্ষ আদালত জানিয়ে দিল, মামলার গেরোয় যে আসনগুলির ভোটের ফল প্রকাশ এখনও হয়নি, সেগুলিতে ফল ঘোষণা করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন। তবে আদালত জানিয়েছে, ফল ঘোষণায় আপত্তি থাকলে আবেদন করা যাবে, আবেদন করতে হবে ফল বার হওয়ার ৩০ দিনের মধ্যে। মামলার জেরে যে সব জায়গায় বোর্ড গঠন করা যায়নি, সেই সব জায়গায় ইতিমধ্যেই তিন মাসের জন্য প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার।    

from home https://ift.tt/2LlYaoZ

No comments:

Post a Comment

Please let me know