ভিল্লুপুরম: শখ ছিল সাইকেল কিনবে। ৪ বছর একটু একটু করে টাকা জমিয়েছিল তামিলনাড়ুর ভিল্লুপুরমের ৯ বছরের মেয়ে অনুপ্রিয়া। জমানো ৯,০০০ টাকাই সে দান করেছে কেরল বন্যার ত্রাণে। ছোট্ট মেয়ের এত বড় মনের পরিচয়ে মুগ্ধ এক সাইকেল সংস্থা জানিয়েছে, অনুপ্রিয়াকে তার পছন্দের সাইকেল উপহার দেবে তারা। টিভির পর্দায় অনুপ্রিয়ার চোখে পড়ে কেরলের হাহাকারের ছবি। তখনই সিদ্ধান্ত নেয়, জমানো টাকা ত্রাণের কাজে দান করবে সে। তার কথা জেনে এগিয়ে এসেছে হিরো সাইকেলের মত সংস্থা। টুইটারে অনুপ্রিয়ার প্রশংসা করে তারা জানিয়েছে, তাকে তারা একটা নতুন সাইকেল উপহার হিসেবে দেবে। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Dear Anupriya, We appreciate your gesture to support humanity in the hour of need. You would get a brand new cycle from us. Please DM your address or contact us at customer@herocycles.com. <a href="https://twitter.com/PankajMMunjal?ref_src=twsrc%5Etfw">@PankajMMunjal</a></p>— Hero Cycles (@Hero_Cycles) <a href="https://twitter.com/Hero_Cycles/status/1031103914274369538?ref_src=twsrc%5Etfw">August 19, 2018</a></blockquote> </code> হিরো সাইকেলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। ওই সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
from home https://ift.tt/2wfZZhx
No comments:
Post a Comment
Please let me know