meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: দ্বিতীয়বার কর্কট রোগের থাবা শরীরে, চলে গেলেন ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর সহঅভিনেত্রী সুজাতা কুমার

Followers

দ্বিতীয়বার কর্কট রোগের থাবা শরীরে, চলে গেলেন ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর সহঅভিনেত্রী সুজাতা কুমার

<strong>মুম্বই: </strong>২০০৭ সালে প্রথমে স্তন ক্যান্সারে আক্রান্ত হন গায়িকা-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তির দিদি সুজাতা কুমার। সেসময় জীবনযুদ্ধে লড়াই জিতলেও, ফের কর্কট রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত হন সুজাতা, রোগ ছিল চতুর্থ স্টেজে। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। ছিলেন লীলাবতী হাসপাতালের আইসিইউতে। সকলের সমস্ত চেষ্টা, প্রার্থনাকে ব্যর্থ করে রবিবার রাত ১১ বেজে ২৬ মিনিটে চলে গেলেন সুজাতা। টুইট করে একথা জানিয়েছেন সুচিত্রা। প্রথমে ইরফান খান, তারপর সোনালি বেন্দ্রের শরীরে কর্কট রোগের থাবা বসানোর কথা জানতে পারে ইন্ডাস্ট্রি। কার্যত বলিউডের দুই সদস্যের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বড় ধাক্কা খায় ইন্ডাস্ট্রির লোকজন। এবার সামনে এল আরও এক মর্মান্তিক খবর। শ্রীদেবীর সঙ্গে 'ইংলিশ ভিংলিশ' ছবিতে অভিনয় করা গায়িকা-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তির বড় বোন সুজাতা কুমার চলে গেলেন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে।   <code><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/2BoJPZd" width="500" height="549" frameborder="0" scrolling="no"></iframe></code> ছোটপর্দায় বিভিন্ন শোয়ে অভিনয় করেছেন সুজাতা। তারমধ্যে রয়েছে ‘হোটেল কিংসটন’, ‘বম্বে টকিং’ এবং অনিল কপূর অভিনীত ‘২৪ এপিসোড’ও। সেখানে তিনি মেঘনা সিংঘানিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘ইংলিশ-ভিংলিশ’ ছাড়া ‘রাঞ্ঝনা’, ‘সালামে-ইশক’ এবং ‘গোরি তেরে পেয়ার মে’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সুজাতা কুমার।    

from home https://ift.tt/2L90XS3

No comments:

Post a Comment

Please let me know