নয়াদিল্লি: জমানা বদলালেও পাকিস্তান আঁকড়ে ধরে আছে সেই কাশ্মীর ইস্যুকেই। কাশ্মীর নিয়ে তাদের মনোভাবে কোনও বদল নেই। ইমরান খান সবে গত শনিবার শপথ নিয়েছেন, তার মধ্যেই ফের কাশ্মীর নিয়ে সরব নতুন সরকার। ইমরান সরকারের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বললেন, কাশ্মীর এখনও ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের বিষয়। দু দেশকেই এটা বুঝতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর বার্তা পাঠিয়ে যোগাযোগ করেছেন বলেও দাবি করেন কুরেশি, যা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে খারিজ করা হয়েছে। <a href="https://static.abplive.in/wp-content/uploads/sites/3/2018/08/20143548/imran1.jpg"><img class="alignnone size-medium wp-image-505890" src="https://ift.tt/2OSRfFZ" alt="" width="300" height="225" /></a> কুরেশি সোমবার বলেন, মোদী ইমরান খানকে চিঠি লিখেছেন, দু দেশের মধ্যে আলোচনার সূচনার কথা বলেছেন। জিও টিভির খবর, কুরেশি বলেছেন, ভারতের সঙ্গে বাধাহীন, লাগাতার আলোচনা দরকার। আমাদের মাঝে দীর্ঘদিনের বকেয়া ইস্যু রয়েছে। আমরা উভয়েই সেগুলি জানি। কিন্তু আলোচনা ছাড়া আর কোনও পথ নেই। হঠকারিতা কাম্য নয়। বাস্তবকে মাথায় রেখেই এগতে হবে ভারত, পাকিস্তানকে। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">These issues are complicated and we may face hurdles in resolving them, but we must engage. We will have to admit that we are facing problems, we must admit that Kashmir is a reality. The Islamabad declaration is a part of our history says Pak Foreign Minister SM Qureshi:Geo News <a href="https://t.co/9LCXgfSo7G">pic.twitter.com/9LCXgfSo7G</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1031432169246220288?ref_src=twsrc%5Etfw">August 20, 2018</a></blockquote> </code> <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">"India and Pakistan have to move forward keeping realities before them,"Pakistan Foreign Minister SM Qureshi asserted, adding that Indian PM Narendra Modi has written a letter to PM Imran Khan in which he indicated beginning of talks between the two countries:Geo News <a href="https://t.co/ngUEuNriKs">pic.twitter.com/ngUEuNriKs</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1031431753141911552?ref_src=twsrc%5Etfw">August 20, 2018</a></blockquote> </code> তবে পাক বিদেশমন্ত্রীর বক্তব্য উড়িয়ে কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় ইমরানকে শুভেচ্ছা, অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বটে, তবে তাতে কোনও আলোচনার প্রস্তাব নেই। পাক প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক ভাল করতে চাই আমরা। সূত্রটি বলেছে, মোদী নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বার্তা দিয়েছেন যে, ভারত তাঁর দেশের সঙ্গে গঠনমূলক, অর্থবহ সম্পর্ক চায়। ভারত শান্তিপূর্ণ প্রতিবেশী হতে চায় পাকিস্তানের। পাশাপাশি সন্ত্রাসবাদ-মুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তোলায় ভারতের দায়বদ্ধতার কথাও উল্লেখ করেছেন মোদী।
from home https://ift.tt/2nQDbB9
No comments:
Post a Comment
Please let me know