meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: কুলভূষণের বিরুদ্ধে ‘জোরালো তথ্যপ্রমাণ’ আছে, আন্তর্জাতিক ন্যয় আদালতে জিতব, দাবি নয়া পাক বিদেশমন্ত্রীর

Followers

কুলভূষণের বিরুদ্ধে ‘জোরালো তথ্যপ্রমাণ’ আছে, আন্তর্জাতিক ন্যয় আদালতে জিতব, দাবি নয়া পাক বিদেশমন্ত্রীর

ইসলামাবাদ: পাকিস্তানের দাবি, কুলভূষণ যাদবের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে নাশকতা, সন্ত্রাসে যুক্ত থাকার জোরালো তথ্যপ্রমাণ তাদের হাতে আছে যার জোরে আন্তর্জাতিক ন্যয় আদালতে এই সংক্রান্ত মামলায় জয় সম্পর্কে তারা আশাবাদী। পাকিস্তানের নয়া বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মুলতানে একথা জানিয়েছেন। ভারতীয় নৌবাহিনীর ৪৭বছর বয়সি প্রাক্তন অফিসারকে ২০১৭-য় এপ্রিলে চরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। মে মাসেই ভারত রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যয় আদালতে যায়। ভারতের আবেদনের প্রেক্ষিতে ও তাদের চূড়ান্ত রায় বেরনো পর্যন্ত কূলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখে আন্তর্জাতিক ন্যয় আদালত। সেখানে ভারত, পাকিস্তান উভয়েই নিজ নিজ দাবির পক্ষে তথ্যপ্রমাণ পেশ করেছে। গতকালই পাকিস্তানের জিও টিভি একটি সূত্রকে উদ্ধৃত করে জানায়, সামনের বছর ফেব্রুয়ারিতে প্রতিদিন এক সপ্তাহ ধরে কুলভূষণ মামলার শুনানি হবে ওই আদালতে। কুরেশি বলেন, ন্যয় আদালতে আমাদের অবস্থান জোরালো কায়দায় পেশ করতে যথাসাধ্য চেষ্টা করব। ২০১৬-র মার্চে ইরান থেকে তাদের ভূখণ্ডে ঢোকার পর বালুচিস্তানে নিরাপত্তাবাহিনীর হাতে যাদব গ্রেফতার হন বলে দাবি পাকিস্তানের। তারা ন্যয় আদালতে দাবি করেছে, যাদব মামুলি কেউ নন, চরবৃত্তি, নাশকতা ঘটানোর ছক কষতেই তিনি পাকিস্তানে ঢুকেছিলেন। পাল্টা যাদবকে ইরান থেকে অপহরণ করা হয়েছে বলে ভারতের দাবি। নৌবাহিনী থেকে অবসরের পর যাদব ইরানে ব্যবসাপত্র দেখতে যেতেন, তাঁর সরকারের সঙ্গে কোনও সম্পর্কই নেই বলে পাকিস্তানের সব অভিযোগ খারিজ করে জানিয়েছে ভারত। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ পথে আলোচনার মাধ্যমেই মূল কাশ্মীর সমস্যার সমাধান করতে চায় বলে জানান তিনি, ভারত পাকিস্তানের আলোচনার প্রস্তাবে সাড়া দেবে বলেও আশা প্রকাশ করেন।

from home https://ift.tt/2o5aLnc

No comments:

Post a Comment

Please let me know