meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: আমার সরকারে দালালদের কোনও জায়গা নেই, প্রতিটি পয়সা গরিবদের কাছে পৌঁছয়, দাবি মোদীর

Followers

আমার সরকারে দালালদের কোনও জায়গা নেই, প্রতিটি পয়সা গরিবদের কাছে পৌঁছয়, দাবি মোদীর

<strong>জুজবা</strong>: বর্তমানে কেন্দ্রীয় সরকারের আবাসন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ঘুষ দিতে হয় না। সরকারে দালালদের জন্য কোনও জায়গা নেই। দিল্লি থেকে যদি এক টাকা বরাদ্দ করা হয়, তাহলে এখন ১০০ পয়সাই গরিবদের কাছে পৌঁছয়। গুজরাতের ভালসাদ জেলার জুজবা গ্রামে এক জনসভায় এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশের প্রতিটি পরিবারের নিজের বাড়ির স্বপ্ন দেখছেন। ২০১৯-এর মার্চের মধ্যে গ্রামাঞ্চলে এক কোটি পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২২ সালের মধ্যে ২.৯৫ কোটি বাড়ি তৈরি করা হবে। ২০১৬-র নভেম্বরে ইন্দিরা আবাস যোজনার নাম বদলে করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ। এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যাঁরা কাঁচা ও জরাজীর্ণ বাড়িতে বাস করেন, তাঁদের ২০২২ সালের মধ্যে পাকাবাড়ি তৈরি করে দেওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, এই বাড়িগুলির মান যাতে ভাল হয়, তার দিকে নজর দেওয়া হচ্ছে।

from home https://ift.tt/2PrO3Ch

No comments:

Post a Comment

Please let me know