meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেন জেটলি, ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মমতা

Followers

ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেন জেটলি, ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মমতা

<strong>নয়াদিল্লি</strong>: কিডনির সমস্যার জন্য অস্ত্রোপচারের পর আজ ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেন অরুণ জেটলি। কয়েক মাস পরে আজ সকাল ১১টায় নর্থ ব্লকে নিজের দফতরে পৌঁছন তিনি। সেখানে অর্থসচিব হাসমুখ আধিয়া, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ও সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারপার্সন সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে একঘণ্টা বৈঠক করেন জেটলি। এই বৈঠকে হাজির ছিলেন অর্থব্যয় সচিব এ এন ঝাঁ, আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার ও কর্পোরেট বিষয়ক সচিব ইনজেতি শ্রীনিবাস। ট্যুইট করে বৈঠকের ছবি দিয়েছেন অর্থমন্ত্রী। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Had meeting with Secretaries in North Block, August 23, 2018 <a href="https://t.co/MZGt8Do2zb">pic.twitter.com/MZGt8Do2zb</a></p>— Arun Jaitley (@arunjaitley) <a href="https://twitter.com/arunjaitley/status/1032523154432901120?ref_src=twsrc%5Etfw">August 23, 2018</a></blockquote> </code> আজ রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্ব অরুণ জেটলিকে দিচ্ছেন।’ এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জেটলিকে শুভেচ্ছা জানান। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর, পেট্রোলিয়াম মন্ত্রী ধরেন্দ্র প্রধান, পেট্রোলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পন রাধাকৃষ্ণণও ট্যুইট করে জেটলিকে শুভেচ্ছা জানিয়েছেন। গত ১৪ মে জেটলির অস্ত্রোপচার হয়। তার দেড় মাস আগে থাকতেই তিনি দফতরে যাওয়া বন্ধ করে দেন। চিকিৎসকরা জেটলিকে ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নেওয়ার অনুমতি দিলেও, কোনওভাবেই যাতে সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য নর্থ ব্লকে জেটলির দফতর নতুন করে সাজানো ও জীবাণুমুক্ত করা হয়েছে। জেটলির ঘরে যাতে বেশি লোকজন না প্রবেশ করেন এবং তিনি যেন কম লোকের সঙ্গে কথাবার্তা বলেন, সেই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজ নর্থ ব্লকে জেটলির ছেলে রোহনকেও দেখা যায়। আড়াই ঘণ্টা দফতরে কাটিয়ে বাড়ি ফিরে যান অর্থমন্ত্রী।

from home https://ift.tt/2PyuJDl

No comments:

Post a Comment

Please let me know