নয়াদিল্লি: চাঞ্চল্যকর উন্নাও ধর্ষণ ও হত্যা মামলার এক প্রধান সাক্ষীর ‘রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু’র প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতি ট্যুইট করেছেন, উন্নাও ধর্ষণ ও হত্যা মামলার এক প্রধান সাক্ষীর যেভাবে রহস্যময় মৃত্যু হয়েছে এবং কোনও অটোপসি বা ময়নাতদন্ত, দেহের মেডিকেল পরীক্ষা না করিয়েই তড়িঘড়ি তার শেষকৃত্য সেরে ফেলা হয়েছে, তার পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে একটি সংবাদপত্রের রিপোর্টের উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, এই মামলাতেই অভিযুক্ত হয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার। বর্তমানে জার্মানি সফরে থাকা কংগ্রেস সভাপতি মোদীকে কটাক্ষ করে ট্যুইটে লিখেছেন, আমাদের মেয়েদের জন্য আপনার ন্যয়ের ভাবনা, ধারণা কি এটাই, মিঃ ৫৬! ২০১৪ –র ভোটপ্রচারে মোদী দাবি করেছিলেন, তিনি ৫৬ ইঞ্চি ছাতির অধিকারী। সেই থেকে সুযোগ পেলেই তাঁকে এ নিয়ে কটাক্ষ, বিদ্রূপ করেন রাহুল। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">The mysterious death & hurried burial without an autopsy, of the key witness in the <a href="https://twitter.com/hashtag/Unnao?src=hash&ref_src=twsrc%5Etfw">#Unnao</a> rape & murder case, involving BJP MLA Kuldeep Sengar, smells of a conspiracy. <br><br>Is this your idea of “justice for our daughters”, Mr 56 ?<a href="https://t.co/Tft8fpPFYy">https://t.co/Tft8fpPFYy</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1032590285061214208?ref_src=twsrc%5Etfw">August 23, 2018</a></blockquote> </code> গতকাল তিনি জার্মানির হামবুর্গ শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সঙ্গে মুখোমুখি আলাপচারিতায় ভারতে মেয়েদের ওপর হিংসার ঘটনা বাড়ছে, মহিলারা নিরাপদ বোধ করছেন না বলেও জানান। বলেন, ভারতকে বদলাতে হবে। পুরুষদের মহিলাদের সমান বলে ভাবতে হবে, তাঁদের সম্মান করতে হবে। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, পুরুষরা তা করেন না। যদিও বিশ্বে ভারত মহিলাদের জন্য সবচেয়ে খারাপ জায়গা, এমন ধারণাও মানতে চাননি তিনি।
from home https://ift.tt/2wjPh9O
No comments:
Post a Comment
Please let me know