meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: পণের জন্য স্ত্রীকে নির্যাতনে অভিযুক্ত বাংলাদেশি অল-রাউন্ডার মোসাদ্দেক

Followers

পণের জন্য স্ত্রীকে নির্যাতনে অভিযুক্ত বাংলাদেশি অল-রাউন্ডার মোসাদ্দেক

<p style="text-align: justify;"><strong>ঢাকা:</strong> পণের দাবি ও বধূ-নির্যাতনের অভিযোগ উঠল বাংলাদেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে।</p> <p style="text-align: justify;">খবরে প্রকাশ, ৬ বছর আগে নিজের আত্মীয়া শার্মিন সামিরা ঊষাকে বিয়ে করেছিলেন ২২ বছরের মোসাদ্দেক। গতকাল, মোসাদ্দেকের বিরুদ্ধে ঊষার আনা অভিযোগ গ্রহণ করেন ময়মনসিংহের অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রোজিনা খান। বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিষয়টি তদন্ত করতে সদর উপজিলার মহিলা-বিষয়ক আধিকারিককে নির্দেশ দেন বিচারক।</p> <p style="text-align: justify;">অভিযোগকারিণীর আইনজীবীর দাবি, দীর্ঘসময় ধরে পণের জন্য তাঁর মক্কেলের ওপর নির্যাতন চালাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক। অভিযোগ, গত ১৫ অগাস্ট, স্ত্রীর থেকে ১০ লক্ষ বাংলাদেশি টাকা দাবি করেন মোসাদ্দেক। না দেওয়ায়, ঊষাকে নির্যাতনের পর তাঁকে বাড়ি থেকে বের করে দেন ক্রিকেটার।</p> <p style="text-align: justify;">ঊষার পরিবারের দাবি, জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই মোসাদ্দেকের মধ্যে নৈতিক অধঃপতন হতে শুরু করে। অভিযোগ, অর্থ-যশ-প্রতিপত্তি আসতেই তাঁর মধ্যে বদল আসে। নিজে ঢাকায় থাকলেও, স্ত্রীকে ময়মনসিংহে ফেলে রাখেন।</p> <p style="text-align: justify;">অভিযোগকারিণীর পরিবারের আরও অভিযোগ, ঢাকায় অন্য মহিলাদের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মোসাদ্দেক। এছাড়া, বাড়িতেও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে তিনি লিপ্ত হন। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে, স্ত্রী-র ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মোসাদ্দেক।</p> <p style="text-align: justify;">যদিও, বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেটার। মোসাদ্দেকের পাল্টা দাবি, স্ত্রীকে তিনি ৯ দিন আগেই ডিভোর্স দিয়েছেন। এখন ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এসব অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হচ্ছে।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক ঘটে মোসাদ্দেকের। কিছুদিনের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এই অল-রাউন্ডার। আগামী ১৩-১৮ সেপ্টেম্বর আরব আমিরশাহিতে হতে চলা একদিনের এশিয়া কাপ প্রতিযোগিতায় জাতীয় দলেও জায়গা পেয়েছেন তিনি।</p>  

from home https://ift.tt/2obnftv

No comments:

Post a Comment

Please let me know