meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: অমিত শাহের নিরাপত্তার জন্য খরচের হিসেব দেওয়া যাবে না, জানাল তথ্য কমিশন

Followers

অমিত শাহের নিরাপত্তার জন্য খরচের হিসেব দেওয়া যাবে না, জানাল তথ্য কমিশন

<strong>নয়াদিল্লি</strong>: ব্যক্তিগত তথ্য ও সুরক্ষার বিষয়টি তথ্যের অধিকার আইনের আওতার বাইরে থাকার কারণ দেখিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের নিরাপত্তা সংক্রান্ত খরচের হিসেব দিতে অস্বীকার করল কেন্দ্রীয় তথ্য কমিশন। দীপক জুনেজা নামে এক ব্যক্তি ২০১৪-র ৫ জুলাই তথ্যের অধিকার আইনে বিজেপি সভাপতির নিরাপত্তা সংক্রান্ত খরচের বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই সময় রাজ্যসভার সাংসদ ছিলেন না অমিত শাহ। তাঁকে ছাড়া সরকার আর কোন ব্যক্তিদের নিরাপত্তা দেয়, সেই তালিকাও চেয়েছিলেন দীপক। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, তথ্যের অধিকার আইনের ৮(১)(জি) ধারা অনুসারে কোনও ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে বা শারীরিক আঘাত আসতে পারে মনে হলে সেই তথ্য গোপন রাখা যায়। এছাড়া ৮(১)(জে) ধারা অনুসারে কোনও ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে, এমন কোনও তথ্যও প্রকাশ করা যাবে না। তথ্য কমিশন আবেদনে সাড়া না দেওয়ায় দিল্লি হাইকোর্টে মামলা করেন দীপক। তিনি বলেন, কোনও সাংবিধানিক পদে না থাকলেও ২০১৪-র জুলাই থেকে অমিত শাহকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে বিচারপতি বিভু ভাকরু কমিশনের কোর্টেই হল ঠেলে দেন। তথ্য কমিশনার যশোবর্ধন আজাদ জানান, যাঁদের উপর হামলার আশঙ্কা আছে, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোপনীয়তার কারণে এ বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা যাবে না।

from home https://ift.tt/2wf8Hxv

No comments:

Post a Comment

Please let me know