meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: সলমনের জন্যই বেঁচে ফিরেছি, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বললেন ‘বীরগতি’ অভিনেত্রী পূজা ডডওয়াল

Followers

সলমনের জন্যই বেঁচে ফিরেছি, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বললেন ‘বীরগতি’ অভিনেত্রী পূজা ডডওয়াল

<strong>মুম্বই:</strong> হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে সলমন খানকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী পূজা ডডওয়াল। ১৯৯৫-এর সিনেমা বীরগতি সিনেমায় সলমনের বিপরীতে দেখা গিয়েছিল পূজা ডডওয়ালকে। গত কিছুদিন ধরেই যক্ষা রোগে ভুগছিলেন তিনি। এই সময় সলমন তাঁকে আর্থিক সাহায্য করেন। এখন পূজা পুরোপুরি সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সংবাদমাধ্যমকে পূজা বলেছেন, 'গত ২ মার্চ যখন হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তখন মনে হয়েছিল যে আর হয়ত বাঁচতে পারব না। আমার পরিবার ও বন্ধুরা আমাকে ছেড়ে গিয়েছিল। ডাক্তাররা যখন বললেন যে, আমার ফুসফুসের খুব ক্ষতি হয়েছে, তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম।আমি মানসিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়েছিলাম। আমি কয়েকজন একলা মরতে দেখেছি'। পূজা বলেছেন, 'কিন্তু আমি তখন মানসিক দিক থেকে শক্ত হয়ে ওঠার সিদ্ধান্ত নিই। ঠিক করি যে, নিজেকে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। রোগের সঙ্গে লড়াইয়ে জেতার জন্য আমি লড়াই করার সিদ্ধান্ত নিই। যক্ষার বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে একটা হল যে, অনেক সময় আক্রান্তকে সমাজ আলাদা করে দেয়। কিন্তু আমি সলমনকে সত্যিকারের ধন্যবাদ জানাতে চাই। কারণ, তিনি তখন আমার সাহায্যে এগিয়ে আসেন। জামাকাপড় থেকে শুরু করে সাবান, খাবার ও ওষুধ- সমস্ত ব্যাপারেই তাঁর ফাউন্ডেশন খেয়াল রেখেছিল। ওই কঠিন সময় থেকে পেরোতে পারার কারণ সলমনই'। উল্লেখ্য, পূজাকে যখন তাঁর পরিবার ও বন্ধুরা ছেড়ে চলে গিয়েছিলেন, তখন তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ওই ভিডিও-র মাধ্যমে সাহায্যের আর্জি জানিয়েছিলেন তিনি। তাঁর এই আর্জির খবর সলমনের কাছেও পৌঁছয়। এরপর সলমনে বিয়িং হিউম্যান ফাউন্ডেশন পূজার কাছে সাহায্য পৌঁছে দেয়।

from home https://ift.tt/2AX8B2g

No comments:

Post a Comment

Please let me know